সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে শিক্ষানবিশ পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
পদ সংখ্যা:- ৪৩২
কর্মস্থান:- বিলাসপুর, ছত্রিশগড়
আবেদন পদ্ধতি:- অনলাইন
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।
যোগ্যতা:-
আবেদনকারীদের ন্যূনতম দশম শ্রেণী পাস হতে হবে। তাছাড়াও নির্দিষ্ট বিষয়ে ITI কোর্স বাঞ্ছনীয়।
নির্বাচন পদ্ধতি:-
যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে মেধা তালিকার ভিত্তিতে।
এই মেধাতালিকা তৈরি হবে দশম শ্রেণি এবং ITI
পরীক্ষার গড় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
আবেদনকারীদের অনুরোধ জানানো হচ্ছে, তারা আবেদনের সময় দশম শ্রেণী এবং ITI পরীক্ষার প্রাপ্ত নম্বর যেন উল্লেখ করেন।
তাছাড়াও যোগ্য আবেদনকারীদের শারীরিক পরীক্ষা করা হবে।
আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারী নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট:- https://apprenticeshipindia.org
আবেদনকারীদের প্রতি সাধারণ নির্দেশিকা:-
যদি আবেদনকারী SC/ST/OBC হয় তবে আবেদন করার সময় তাদের সার্টিফিকেট জমা দিতে হবে।
যাতায়াতের কোনো খরচ দেওয়া হবে না।
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে কোন ভুয়ো চাকরির প্রতিশ্রুতিতে না পড়তে।
শারীরিকভাবে অক্ষম আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা থাকবে।
উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইন আবেদনের সমাপ্তি:- ৩০/০৮/২০২০
এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন সাউথ-ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন