আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত শিক্ষাবর্ষের তুলনায় এবছর পাশের হার বেড়েছে বহুলাংশে।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনার আবহে, উচ্চ মাধ্যমিকের সমস্ত পরীক্ষা শেষ করতে পারেনি পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ।
“করুণাময়ী রানী রাসমণি” খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া কেমন ফল করলো উচ্চ মাধ্যমিকে তা জেনে নেওয়া যাক।
“করুণাময়ী রানী রাসমণি” ধারাবাহিক চলাকালীন জোরকদমে পড়াশোনা চালিয়ে গেছে দিতিপ্রিয়া।
দিতিপ্রিয়াও এবছর অন্যান্য পরীক্ষার্থীর মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী, দিতিপ্রিয়া জানিয়েছে, সে ৮২.৪ শতাংশ নম্বর পেয়েছে। ইংরাজি, এডুকেশন ও মিউজিক মিলিয়ে মোট তিনটে বিষয়ে লেটার পেয়েছে দিতিপ্রিয়া।
দিতিপ্রিয়া সবথেকে বেশি নম্বর পেয়েছে এডুকেশনে। তার প্রাপ্ত নম্বর ৯৩। আর সবথকে কম নম্বর পেয়েছে ইতিহাসে। তার প্রাপ্ত নম্বর ৭০।
দিতিপ্রিয়া এও জানিয়েছে যে পরবর্তীকালে সে সোশিওলজি কিংবা ইংরাজি নিয়ে পড়াশোনা করতে চায়।
তবে কোনটা নিয়ে পড়বে সে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।
প্রসঙ্গত, করোনা আতঙ্কের মধ্যেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দিতিপ্রিয়া রায়। পাঠভবনের ছাত্রী দিতিপ্রিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছিল বালিগঞ্জ বি এস এস স্কুলে।
বর্তমানে আবার শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই করা হচ্ছে শুটিং।
এই কঠোর শুটিংয়ের মধ্যেও কি করে এতো ভালো ফল করল দিতিপ্রিয়া, তা নজর কেড়েছে সকলের।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন