Skip to content

রাখিতে কিস্তিমাত ভারতের, চার হাজার কোটি টাকার ক্ষতির সম্ভাবনা চীনের

চীনের আগ্রাসী মনোভাব অতিষ্ঠ করে তুলেছে বিশ্বের বহু দেশকেই।

বহুদিন ধরেই ভারতের সঙ্গে উত্তপ্ত রণনীতি চলছে চিনের। কিছুদিন আগেই দেশে ৫৯ টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এরপর একে একে নিষিদ্ধ হয়েছে আরও কয়েকটি চিনা অ্যাপ এবং ওয়েবসাইট। এর ফলে স্বভাবতই প্রভূত ক্ষতির মুখে পড়েছে চীন।

এবারে রাখি বন্ধন উৎসবে আবার চীনকে কিস্তিমাত দিয়ে রাখির বাজার দখল করলো ভারত।

চীনা দ্রব্য বয়কট করেছেন অনেক ব্যবসায়ী এবং তারা জোর দিয়েছেন স্বদেশী পণ্যের উপর।

এর ফলে প্রায় চারহাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে চীন।

কিছুদিন আগেই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ভারতীয় রাখি তৈরি করার ওপর জোর দেয়। সব মিলিয়ে দেশের বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে প্রায় এক কোটির ওপরে রাখি।

কোনো রাখি, এমনকি রাখি তৈরির কাঁচামালও আমদানি করা হয়নি চীন থেকে।

প্রতি বছর ভারতে যে রাখি বিক্রি হয় তার অধিকাংশটাই আসে চীন থেকে। এর ফলে এক মোটা অঙ্কের টাকা লাভ করে চিন।

কিন্তু এই বছর স্বভাবতই প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছে চীন।

বিশেষজ্ঞদের দাবি এরকম ভাবেই যদি চীনের বৈদ্যুতিক সামগ্রী বয়কট করা যায় এবং স্বদেশী বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনের উপর জোর দেওয়া যায় তবে চীনের ওপর আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না এবং ভারত ও বিশ্বে এক উল্লেখযোগ্য স্থান অর্জন করে নিতে পারবে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন