Skip to content
post offices paschim bardhaman

এবার থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ডাকঘর খোলা থাকবে সপ্তাহে তিন দিন

দুর্গাপুর: পশ্চিমবঙ্গ সরকার আগেই তাদের গাইডলাইনস এ জানিয়েছেন বাজার ও ব্যাংক এর সময়সীমা কমিয়ে দেওয়ার কথা।

সূত্রের খবর অনুযায়ী এরপর করোনা সংক্রমণ কমাতে পশ্চিম বর্ধমানের ডাক বিভাগ সমস্ত ডাকঘর সপ্তাহে তিন দিন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সাধারণত ডাকঘর গুলি রবিবার বাদে সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, কিন্তু ভিড় এড়াতে ও করোনা সংক্রমণ রোধ করতে এখন থেকে এক দিন পর পর খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু তাই নয় ডাক কর্মীরা যাতে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতে পারেন সেজন্য শুধু নির্দিষ্ট কিছু কাউন্টার খুলে রাখা হবে।

এছাড়াও সমস্ত ডাক কর্মীদের হাতে গ্লাভস ও মুখে মাক্স পড়ে কাজ করতে হবে।

গ্রাহকেরা মাক্স পড়ে না এলে তাদের ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। কিছু কিছু ডাকঘরে থার্মাল স্ক্রীনিং করা হবে ও প্রায় সবকটি ডাকঘরেই স্যানিটাইজার রাখার ব্যবস্থা করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে মুখ্য ডাক ঘর গুলিতে অতিরিক্ত ভিড় এড়াতে পাসপোর্ট সেবা কেন্দ্র ও আধার কার্ড সেবা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানানো হয়েছে পরিস্থিতির উন্নতি না হওয়া অবধি এই বিধি-নিষেধ কার্যকারী থাকবে।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন