পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন মোট ০৭ টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), সার্ভেয়ার, ড্রাফটসম্যান, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ০৭
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল):- ০১ পদ
- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল):- ০১ পদ
- সার্ভেয়ার:- ০১ পদ
- ড্রাফটসম্যান:- ০১ পদ
- ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট:- ০১ পদ
- লোয়ার ডিভিশন ক্লার্ক:- ০২ পদ
কর্মস্থান:– পশ্চিমবঙ্গ, কলকাতা
আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:-আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুসারে কোন স্বনামধন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে অথবা ডিপ্লোমা থাকতে হবে।
পদ ভিত্তিক বিশদ শিক্ষাগত যোগ্যতা জানার জন্য নিম্নে প্রদত্ত বিশদ বিজ্ঞাপনে চোখ রাখুন।
মাসিক বেতন:- ₹১২,০০০-₹৪৫,০০০/-
বয়স সীমা:– ১৮-৩৯ বছর (০১/০১/২০২১ অনুসারে)
নির্বাচন পদ্ধতি:- যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউয়ের সঠিক তারিখ, স্থান এবং সময় আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে, অথবা সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ₹২২০ টাকা দিতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.mscwb.org
আবেদন করার জন্য ক্লিক করুন এখানে:-http://mscwbonline.applythrunet.co.in/
অনলাইন আবেদনের সূচনা:- ১১/০১/২০২১
অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ১০/০২/২০২১
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন-এর অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023
- ভারতে নাম ধরে অনলাইনে ভোটার ID কীভাবে সন্ধান করবেন
- Aadhaar Update History: কিভাবে চেক ও ডাউনলোড করবেন জানুন
- বিয়ের পর ভোটার কার্ড কীভাবে স্থানান্তর (ঠিকানা পরিবর্তন) করবেন ২০২৩