Skip to content
migrant worker stole bicycle

দীর্ঘ পথ পারি দিতে শেষে এই কাজ করলেন একজন “নিরুপায়” পরিযায়ী শ্রমিক

জয়পুর: ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। লকডাউন এর জেরে বাড়ি ফেরার তাগিদে সাইকেল চুরির ঘটনা ঘটলো জয়পুর এ।

এক পরিযায়ী শ্রমিক কাজ করেন রাজস্থানে, যার বাড়ি উত্তর প্রদেশ এ বলে জানা গেছে।শুধু চুরি করেই থেমে রইল না সে।

সে তার বিবেক এর কাছে বার বার হেরে গিয়ে তীব্র অনুসূচনাই ভুগছে এই শ্রমিক। তাই সে সাইকেল মালিক কে একটা চিঠি লিখে তার অসহায়ওতা ও সে কোন পরিস্থিতি তে পরে সে এই কাজ করতে বাধ্য হয়েছে তা জানাই এবং তার জন্য ক্ষমা ও চেয়েছে সে।

করোনা যুদ্ধে দেশ জুড়ে লকডাউন এ আটকে রয়েছে সহস্র পরিযায়ী শ্রমিক।

এই অবস্থায় রোজগার সব প্রায় বন্ধ। বাড়ি ফেরার সঙ্গী তার প্রতিবন্ধী সন্তান। বাড়ি ফিরবে তাই দীর্ঘ পথ পারি দেওয়ার জন্যই এই চুরির রাস্তা অবলম্বন করে ইকবাল।

সাধারণ চুরির ঘটনার সাথে এ ঘটনার কোনো প্রকার মিল নেই। কারণ সে তার কর্মের জন্য বিশেষ ভাবে ক্ষমা চেয়েছে সাইকেল মালিকের কাছে এর প্রমাণ আমরা তার চিঠিতে স্পষ্ট ভাবে পাই।

চিঠিতে তিনি লেখেন যে চুরি করা স্বভাব নয়। কিন্তু তিনি কি বা করবে?

প্রতিবন্ধী সন্তানকে নিয়ে কীভাবে বাড়ি ফিরবে , নিরুপায় ছিল সে তাই এরকম কাজ করতে বাধ্য হয় সে।

রাজস্থানে ভরতপুরের বাসিন্দা সাহাব সিং তাঁর বাড়ির বারান্দায় চিঠিটি পড়ে থাকতে দেখেন।

চিঠিটি পেয়ে তিনিই সবাই কে এই ঘটনাটি জানান। পেটের দায়ে উত্তরপ্রদেশের বরেলি থেকে রাজস্থানে গিয়েছিলেন মহম্মদ ইকবাল।

সেখানেই শ্রমিকের কাজ করত সে।লকডাউনের জেরে রোজগারের সব পথ বন্ধ। প্রতিবন্ধী শিশু কে নিয়ে হেঁটে বাড়ি ফেরার কোনো উপায় ছিলনা বলেই এই রূপ ব্যবস্থা নিতে বাধ্য হয়।যদিও তার বিবেকের দংশন হচ্ছে বলে সে জানিয়েছে।