Skip to content

৮৬ গ্রাজুয়েট ও ডিপ্লোমা শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপি প্রকাশ – Mazagon Dock Shipbuilders Limited (MDL)

Mazagon Dock Shipbuilders Limited (MDL) তাদের ডিপ্লোমা এবং গ্রাজুয়েট শিক্ষানবিশ পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

পদ সংখ্যা:- ৮৬

কর্মস্থান:- মুম্বাই

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।

যে যে পদে নিয়োগ:-

গ্রাজুয়েট শিক্ষানবিশ:-

পদ সংখ্যা:- ৭৯

যোগ্যতা:- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/শিপবিল্ডিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং/প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.E অথবা B.Tech।

মাসিক বেতন:- ৯,০০০/-

ডিপ্লোমা শিক্ষানবিশ:-

পদ সংখ্যা:- ০৭

যোগ্যতা:- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।

মাসিক বেতন:- ৮,০০০/-

নির্বাচন পদ্ধতি:-

আবেদনকারীদের নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। শর্টলিস্ট করা আবেদনকারীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

আবেদন পদ্ধতি:-

ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

ওয়েবসাইট:- https://portal.mhrdnats.gov.in/

বিস্তারিত জানতে নীচে দেওয়া বিজ্ঞপ্তি দেখতে পারেন।

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সূচনা:- ০৪/১২/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ২৩/১২/২০২০

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন নিচে দেওয়া বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তি


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন