Skip to content

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার অনলাইন পদ্ধতি ২০২৩

কেন্দ্র সরকার আপনার আধার কার্ডের সঙ্গে আপনার প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করে দিয়েছে।

আয়কর দপ্তর আপনার প্যান আধার কার্ড লিঙ্ক করা অনলাইনের মাধ্যমে সহজ করে দিয়েছি। এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং ওয়েবসাইট incometax.gov.in-এ যেতে হবে।

আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনি আধার প্যান লিংক সম্বন্ধে নিচে দেওয়া বিষয়গুলি জানতে পারবেন,

  1. প্রয়োজনীয় ডকুমেন্টস
  2. প্যান আধার লিঙ্ক করার পদ্ধতি

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

আধার প্যান লিংক করার প্রয়োজনীয় ডকুমেন্টস

আধার প্যান লিংক করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা তথ্য গুলি লাগবে সেগুলি হল

  1. প্যান কার্ডের নম্বর
  2. আধার কার্ডের নম্বর
  3. মোবাইল নম্বর

আধার ও প্যান কার্ড লিঙ্ক করার আগে আপনি অনলাইনের মাধ্যমে তা আগে থেকে লিঙ্ক করা আছে কিনা তা দেখে নিতে পারেন।

আধার প্যান কার্ড লিঙ্ক করা আছে কিনা তা যাচাই করার পদ্ধতি জানতে ক্লিক করুন

যদি এই দুটি লিঙ্ক করা না থাকে তাহলে লিংক করার জন্য নিচে দেওয়া পদ্ধতি গুলি অবলম্বন করুন।

প্যান কার্ড ও আধার কার্ড অনলাইনে লিঙ্ক করার পদ্ধতি

আধার ও প্যান অনলাইনে লিংক করার জন্য,

ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান

ইনকাম ট্যাক্স ই-ফাইলিং ওয়েবসাইটে “Link Aadhaar” বিকল্প
  1. প্রথমে, ইনকাম ট্যাক্স ই ফাইলিং এর অফিশিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ যান
  2. এরপর ক্লিক করুন “Link Aadhaar” অপশনটিতে।
  3. একটি নতুন পেজ আমার সামনে খুলে যাবে।

ধাপ ২: আধার এবং প্যান বিবরণ এন্টার করুন

আধার প্যান লিংক করার পেজটি
  1. এই নতুন পেজটিতে আপনার প্যান নম্বর ইন্টার করে দিন।
  2. এরপর এন্টার করুন আপনার আধার নম্বর ও আপনার নাম যেরকম আপনার আধার কার্ডে লেখা আছে।
  3. এরপর আপনার মোবাইল নম্বরটি এন্টার করুন।
  4. যদি আপনার আধার কার্ডের শুধু জন্মের সাল টি লেখা থাকে তাহলে “I have only year of birth in Aadhaar card” চেক বক্সে ক্লিক করুন না হলে সেটি যেমন আছে তেমনি ছেড়ে দিন।
  5. এরপর “I agree to validate my Aadhaar details” চেকবক্সটিতে টিক করুন।

আপনার যদি আপনার আধার নাম্বার মনে না পড়ে তাহলে আপনি নিচে দেওয়া আর্টিকেলটি পড়ে তা অনলাইনে খুঁজে নিতে পারেন।

আপনার আধার নাম্বার অনলাইনে খোজার পদ্ধতি জানতে ক্লিক করুন

ধাপ ৩: PAN-এর সাথে আধার লিঙ্ক করুন

  1. এর পর ক্লিক করুন “Link Aadhaar”.
  2. একটি OTP আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে।
  3. নির্দিষ্ট জায়গায় সেই OTP এন্টার করে দিন।
  4. এরপর “Validate” বোতামে ক্লিক করুন।

আপনার আধার প্যান কার্ড লিঙ্ক করার আবেদন জমা পড়ে যাবে।

এই পদ্ধতি অবলম্বন করে আপনি সহজেই আপনার আধার প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে।

প্যান আধার লিঙ্ক অনলাইন প্রক্রিয়া সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

কীভাবে অনলাইনে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবেন?

আপনি ইনকাম ট্যাক্স ই-ফাইলিং এর অফিসিয়াল ওয়েবসাইটে incometax.gov.in-এর মাধ্যমে অনলাইনে আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ড লিঙ্ক করতে পারেন।

আমার আধার কার্ডে শুধুমাত্র জন্মের বছর আছে। আমি কি অনলাইনে প্যান আধার লিঙ্ক করতে পারি?

হ্যাঁ। আপনি “I have only year of birth in the Aadhaar card” চেকবক্সে চেক করে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে পারেন।


আরো কেদ্র সরকারের প্রকল্প গুলি জানুন