স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রক ল্যাবরেটরী টেকনিশিয়ান পদের জন্য ইচ্ছুক এবং যোগ্য ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
কলকাতার মেডিকেল কলেজের অন্তর্ভুক্ত ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রামে IDD মনিটরিং ল্যাবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এই পদের জন্য।
কর্মস্থান:- কলকাতা, পশ্চিমবঙ্গ।
আবেদন পদ্ধতি:- এই চাকরীর ইন্টারভিউ এর জন্য নিম্নে বিশদে আলোচনা করা হয়েছে। কোন প্রকার আবেদন করার প্রয়োজন পড়বে না।
চাপে নিয়োগের ব্যাপারে অন্যান্য তথ্য পেতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:-
- পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞানের সঙ্গে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ।
- মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা (২ বছরের)।
- MS WORD এর ওপর দক্ষতা।
- ন্যূনতম এক বছরের কর্ম অভিজ্ঞতা।
সর্বোচ্চ বয়সসীমা:- ৪০ বছর (৪/৯/২০২০ অনুসারে)
মাসিক বেতন:- ১৭,২২০-১৭,৫০০ টাকা।
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
নির্বাচন পদ্ধতি:-
যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে কর্ম যোগ্যতা, অভিজ্ঞতা, মৌখিক পরীক্ষা, সমস্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, কম্পিউটারে দক্ষতার ওপর নির্ভর করে। ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান নিম্নে উল্লেখ করা হয়েছে। বিশদে আরও তথ্য জানতে চোখ রাখুন স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদন পদ্ধতি:-
বিশেষ প্রকার আবেদন পদ্ধতির দরকার নেই। যোগ্য এবং ইচ্ছুক ব্যাক্তি তাদের প্রয়োজনীয় নথি সামগ্রী নিয়ে ইন্টারভিউতে আসতে পারেন।
ইন্টারভিউয়ের স্থান, তারিখ এবং সময়:-
তারিখ:- ৪/৯/২০২০
সময়:- সকাল ১১.০০ টা
স্থান:- বায়োকেমিস্ট্রি বিভাগ, মেডিকেল কলেজ, কলকাতা, ৮৮ কলেজস্ট্রিট, কলকাতা-৭০০০৭৩
এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)