কৃষকবন্ধু স্কিমের অধীনে আপনার আবেদন অনুমোদিত হলে, একটি অনন্য কৃষকবন্ধু আইডি নম্বর তৈরি হয়।
এই আইডিটি সাধারণত আপনার নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেল আইডিতে পাঠানো হয়।
কিন্তু মাঝে মাঝে আমরা এই কৃষকবন্ধু আইডি নম্বর ভুলে যাই বা হারিয়ে ফেলি।
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই আইডি নম্বর অনুসন্ধান করা সহজ করেছে।
এই নিবন্ধে, আপনি কীভাবে আপনার কৃষকবন্ধু আইডি নম্বর অনলাইনে অনুসন্ধান করবেন সে সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,
আসুন এগুলির প্রতিটি বিস্তারিতভাবে দেখি…
অনলাইনে কৃষক বন্ধু আইডি খোঁজার প্রয়োজনীয় তথ্য
কৃষক বন্ধু আইডি নম্বর অনলাইনে পেতে কৃষক বন্ধু স্কিমের অধীনে আপনার আবেদনের সময় জমা করা ভোটার ID নম্বরটি প্রয়োজন হবে।
যদি আপনি আপনার ভোটার কার্ড নম্বর ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনি e-EPIC কার্ড ডাউনলোড করে এটি চেক করতে পারেন।
কৃষক বন্ধু আইডি নম্বর চেক বা খুঁজে বের করার পদ্ধতি
অনলাইনে আপনার কৃষকবন্ধু আইডি নম্বর অনুসন্ধান বা চেক করার জন্য,
প্রথম ধাপ: কৃষক বন্ধু অফিশিয়াল ওয়েবসাইটে যান

- প্রথমে, কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যান krishakbandhu.net.
- এরপর “নথিভূক্ত কৃষকের তথ্য” অপশনটিতে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
দ্বিতীয় ধাপ: ভোটার ID নম্বর এন্টার করুন

- এই নতুন পেজ টিতে, আপনার Voter ID বা EPIC নম্বরটি এন্টার করে দিন।
- এরপর “I’m not a robot” চ্যালেঞ্জটি কমপ্লিট করুন।
- এরপর ‘Search’ বাটন টি তে ক্লিক করুন।
- কৃষকবন্ধু প্রকল্পের অধীনে রেজিস্টার করা আপনার বিবরণ স্ক্রিনের সামনে চলে আসবে।
তৃতীয় ধাপ: আপনার কৃষকবন্ধু আইডি নম্বর চেক করুন
- আপনার অ্যাপ্লিকেশন আইডি, কৃষক বন্ধু আইডি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ট্রানস্যাকশন স্ট্যাটাস আপনার স্ক্রিনে চলে আসবে।
- এখানে আপনি আপনার কৃষকবন্ধু আইডি নম্বর খুঁজে পেতে বা চেক করতে পারেন।
- পরবর্তীকালে কাজে লাগার জন্য আপনি একটি প্রিন্টআউট নিতে পারেন বা এটি কোথাও নোট করে রাখতে পারেন।
এই পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি সহজেই আপনার কৃষকবন্ধু আইডি নম্বর অনলাইনে খুঁজে পেতে পারেন।
আপনি যদি আপনার আবেদনের স্টেটাস চেক করতে চান বা পেমেন্ট জমা হয়েছে কিনা তা চেক করতে চান, তাহলে নীচের নিবন্ধটি পড়তে পারেন।
কৃষকবন্ধু আবেদন/পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩