কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের (KMC) স্বাস্থ্য অফিসার পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানানো হচ্ছে।
কর্মখালি:- ৯০
কর্মস্থান:- কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা
আবেদন পদ্ধতি:- পদ্ধতি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের MBBS অথবা তার সমতুল্য ডিগ্রী থাকলে তবেই তারা চাকরির জন্য আবেদন করতে পারবে।
সর্বোচ্চ বয়সসীমা:- ১ আগস্ট, ২০২০ এর আগে সর্বোচ্চ ৬২ বছর।
যে পদে নিয়োগ হবে:-
স্বাস্থ্য অফিসার (ফুলটাইম) :- মাসিক বেতন:-৪০,০০০/-
স্বাস্থ্য অফিসার (পার্ট টাইম):- মাসিক বেতন:- ২৪,০০০/-
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
নির্বাচন পদ্ধতি:-
যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কোথায় ইন্টারভিউ হবে তা জানতে নিচে দেখুন।
ইন্টারভিউয়ের স্থান:- রুম নাম্বার ২৫৪, তিন তলা, PMU, কলকাতা, ৫, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, কলকাতা:-৭০০০১৩।
ইন্টারভিউয়ের সময় এবং তারিখ:- ১৪/০৮/২০২০, সময় ১১.৩০।
আবেদনকারীদের অনুরোধ জানানো হচ্ছে প্রদত্ত ঠিকানা এবং সময় ও তারিখে উপস্থিত থাকতে।
আবেদন পদ্ধতি:-
আবেদনকারীরা নিম্ন প্রদত্ত ওয়েবসাইটে তাদের সঠিক তথ্য প্রদান করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে।
ওয়েবসাইট:- https://www.kmcgov.in/
অনলাইন আবেদন এর সমাপ্তি:- ১৪/০৮/২০২০
এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন