Skip to content

৭১ মেডিকেল অফিসার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন এর

পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন, মেডিকেল অফিসার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

পদ সংখ্যা:- ৭১

কর্মস্থান:- কলকাতা

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের দেওয়া তথ্যের ওপর চোখ রাখুন।

যে পদে নিয়োগ:-

মেডিকেল অফিসার (জেনারেল):-

পদসংখ্যা:- ৫৩

যোগ্যতা:-

i) আবেদনকারীকে স্বনামধন্য প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে DPH/MD (কমিউনিটি মেডিসিন)/MD (PSM) ডিগ্রি থাকতে হবে।

ii) ন্যূনতম এক বছরের কর্ম অভিজ্ঞতা।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সসীমা:-

আবেদনকারীকে সর্বোচ্চ ৩৭ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর বয়স্ক হতে হবে। (PWD দের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪২ বছর)।

ল্যাবরেটরি টেকনিশিয়ান (গ্রেড-III):-

পদ সংখ্যা:- ১৮

যোগ্যতা:-

i) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা তার সমতুল্য পর্ষদ থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ।

ii) ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য ডিপ্লোমা অথবা সার্টিফিকেট।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সসীমা:- আবেদনকারীকে সর্বোচ্চ ৪০ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর বয়স্ক হতে হবে। (PWD দের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর)।

মাসিক বেতন:- ১০,০০০- ৪০,০০০/-

নির্বাচন পদ্ধতি:-

আবেদনকারীদের নির্বাচন করা হবে পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে।

মেডিকেল অফিসার (জেনারেল) পদের জন্য আবেদনকারীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

ল্যাবরেটরি টেকনিশিয়ান (গ্রেড:- III) পদের জন্য আবেদনকারীদের নির্বাচন করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.mscwb.org

অ্যাপ্লিকেশন ফি বাবদ আবেদনকারীদের ২২০ টাকা দিতে হবে। SC/ST/PH আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফ্রী ৭০ টাকা।

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সূচনা:- ১৩.০৮.২০২০

অনলাইন আবেদনের সমাপ্তি:- ০৪.০৯.২০২০

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট।

বিজ্ঞপ্তি

আবেদন করুন

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন