Skip to content

এবছর স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপুরে হবে কল্পতরু মেলা – জেনে নিন কবে ও কোথায়

দুর্গাপুর: ডিপিএল টাউনশিপের নিকটবর্তী কল্পতারু মেলা মাঠে অনুষ্ঠিত বার্ষিক কল্পতরু মেলা ও উৎসব চলতি বছরেও অনুষ্ঠিত হতে চলেছে।

কল্পতরু মেলার তারিক: ১লা জানুয়ারী ২০২২ – ১০ই জানুয়ারী ২০২২।

এ বছর দুর্গাপুরের ঐতিহাসিক এই মেলার ৪৭তম বছর হবে।

মেলায় আসার সময় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন মেলার উদ্যোক্তারা।

প্রতিবছর কল্পতারু মেলা শুরু হয় ১ লা জানুয়ারী থেকে এবং ১০ ই জানুয়ারী পর্যন্ত চলে। এই বছরও, মেলার দিন গুলি একই থাকবে বলে আশা করা হচ্ছে।

হাজার হাজার মানুষ, কেবল দুর্গাপুর থেকে নয়, বাঁকুড়া, অন্ডাল ও কাঁকসার বিভিন্ন অঞ্চল থেকেও এই মেলাতে ঘুরতে আসেন।

দুর্গাপুরে সবচেয়ে বড় মেলার অন্যতম আয়োজন হওয়ায় এই মেলাটি এই অঞ্চলে একটি বিশেষ অর্থনৈতিক মূল্য যুক্ত করে।

‘তোমাদের চৈতন্য হোক’, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই বাণীটি ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে উচ্চারিত হয়েছিল।

সেই দিনটিকে স্মরণে রেখেই সেখানে শুরু হয় কল্পতরু উৎসব।

অবিভক্ত বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে ঘটা করে কল্পতরু উৎসব হতো দুর্গাপুরের সাধুডাঙাতে।

তা থেকে ধীরে ধীরে শুরু হয় কল্পতরু মেলা।

কল্পতরু মেলা শিল্পাঞ্চলের অন্য‌তম বড় মেলা। এলাকার অর্থনীতিতে এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করেন দূর্গাপুর এর মেয়র দিলীপ আগস্তি।

শয়ে শয়ে সামগ্রীর স্টল থেকে শুরু করে কৃষিমেলা কৃষি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, ইত্যাদি সবের ই আয়োজন থাকে এই মেলায়।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন