দেশের ধনী ব্যাক্তিদের তালিকায় সবার ওপরে আছেন মুকেশ আম্বানি। বিশ্বের ধনশালীদের দৌড়ে তিনি এখন ৬ নম্বরে।
উল্লেখ্য, গতকাল জিওর বার্ষিক মিটিংএ মুকেশ আম্বানি ঘোষণা করেছেন যে, রিলায়েন্স জিওর ৭.৭ শতাংশ শেয়ারের বদলে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল।
এর আগে মার্ক জুকারবার্গও ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল রিলায়েন্স জিওতে।
বুধবার, রিলায়েন্স জিওর বার্ষিক অধিবেশনের মঞ্চ থেকে এক গুচ্ছ পরিকল্পনার উল্লেখ করেছেন মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি।
তারা জানিয়েছেন যে ভারতে যেদিনই করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে, তা দেশের প্রত্যেকটি প্রান্তে যাতে পৌঁছতে পারে তার দায়িত্ব নেবে রিলায়েন্স ফাউন্ডেশন।
শুধু তাই নয়, দেশের প্রতি প্রান্তে যাতে সঠিক ভাবে করোনা পরীক্ষা করা হয়, তার দায়িত্ব নিতে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় পৌরসভাগুলোর সঙ্গে গাঁটছড়া বাঁধবে রিলায়েন্স ফাউন্ডেশন।
জিও ডিস্ট্রিবিউশন চেইন আপাতত ভারতের অন্যতম সর্ববৃহৎ ডিস্ট্রিবিউশন চেইন।
নীতা আম্বানি অঙ্গীকার করেছেন যে, করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হলে, এই ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে ভারতের প্রতি প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেবে রিলায়েন্স।
এর জন্য কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করবে রিলায়েন্স।
উল্লেখ্য, এর আগেও আম্বানির কোম্পানি “মিশন অন্ন সেবা” নামক একটি বৃহৎ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের মাধ্যমে ৩ কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন।
এমনকি BMC এর সঙ্গে যুক্ত হয়ে ভারতের প্রথম ১০০ বেডের করোনা হাসপাতাল গড়ে তুলেছিল রিলায়েন্স।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023