বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান যার অসম্ভব সুন্দর অভিনয় প্রতিভা বার বার ফুটে উঠেছে tolly পাড়ার নানান সিনেমায়।
তার looks আর নিজেকে presentation এর এক অপূর্ব মেলবন্ধন জনপ্রিয় অভিনেত্রীর স্থান করে নিয়েছে।
সম্প্রতি জয়া আহসান এর মা কে “রত্নাগর্ভা আয়ার্ড 2020″ পুরস্কৃত করে ‘The বেঙ্গল চেম্বার” জয়া বলেছেন তার এই অভিনব জয়ের পিছনে সমস্ত অবদান তার মায়ের ই।
ছোট বেলা থেকেই মা তাকে তার সমস্ত কাজেই উৎসাহ দিয়েছেন।
ফ্যাশান পার্টনার Preali কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তার সেই স্বর্ণালী সন্ধ্যায় এক অত্যন্ত সুন্দর শাড়ী দিয়ে সাজানোর জন্য।
তার অপূর্ব makeup এর জন্য অভিনেত্রী অতন্ত্য আপ্লুত ছিলেন।
ডিরেক্টর অরিন্দম সীল এর নতুন সিনেমা আবর্ত র প্রমোশন এর জন্য ও তার ক্যারিয়ার লঞ্চ এর জন্য উপস্তিত ছিলেন।
তার নতুন সিনেমা “রবিবার” যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেও দেখা যাচ্ছে সম্প্রতি ভারতবর্ষ ও বাংলাদেশ এ দেখা যাচ্ছে।