করোনা মোকাবিলায় দেশের অবস্থা শোচনীয় অবস্থায় পৌঁছেছে।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় ২২ লক্ষের কাছাকাছি।
আনলক এর প্রথম পর্বে কিছু দফায় ভক্তদের জন্য ধর্মীয় স্থান কলার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার।
তবে দিনে মাত্র ৩ ঘন্টার জন্য ধর্মীয় স্থান এর দরজা ভক্তদের জন্য খোলা ছিল।
কিন্তু, এবার মায়াপুরের ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ভক্তদের জন্য টানা এক মাস বন্ধ থাকবে এই মন্দির।
কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মন্দিরের একাধিক আবাসিক করোনা আক্রান্ত।
সেই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই করোনা পরীক্ষার জন্য, নানা উন্নত সরঞ্জাম এসছে মায়াপুরের ইসকন মন্দিরের কমিউনিটি হাসপাতালে।
সেখানেই মন্দিরের সমস্ত আবাসিকদের করোনা পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষা তে দেখা গেছে একাধিক আবাসিকের শরীরে করোনা বাসা বেঁধেছে।
তাই যাতে কোনোভাবেই ভক্তরা করোনা আক্রান্ত না হন, সেই কথা মাথায় রেখেই মন্দির চত্বর টানা এক মাসের জন্য বন্ধ করলো মন্দির কর্তৃপক্ষ।
ফলে স্বভাবতই, কোন ভক্ত এমনকি আবাসিকরাও মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না।
মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন ভক্তকূল।
মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এও জানানো হয়েছে যে, যদি কোনো আবাসিকের করোনার উপসর্গ দেখা যায়, তবে তিনি যেন সত্বর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
Cover Photo credits: Wikimedia
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023