Skip to content

IIT, খড়গপুর কর্তৃক নন-টিচিং স্টাফ নিয়োগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর (IT, Kharagpur) নন-টিচিং স্টাফ পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

পদ সংখ্যা:- ১২

কর্মস্থান:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর (IIT, Kharagpur), পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর।

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর বিশদে চোখ রাখুন।

মোট পদ সংখ্যা:- ১২ (ডেপুটি চিফ সিস্টেম ম্যানেজার-১, সুপারেনটেনডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল)-১, ডেপুটি রেজিস্ট্রার-২, সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল)-১, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিষ্টেম ইন্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার গ্রেট-II- ৩, সিনিয়র টেকনিক্যাল অফিসার গ্রেড-II- ১, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার-১, সফটওয়্যার ইঞ্জিনিয়ার-১, কাউন্সিলর-১)

যোগ্যতা:-

১.নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রী/গ্রাজুয়েট সহ পোস্ট গ্রাজুয়েট/মাস্টার ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ডিগ্রী

২. ন্যূনতম ৫ বছরের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা।

বিস্তারিত জানতে নীচে দেওয়া বিজ্ঞপ্তি পড়ুন।

সর্বোচ্চ বয়সসীমা:- ৩৫ বছর।

মাসিক বেতন:- ৫৬,১০০-১,৭৭৫০০/-

নির্বাচন পদ্ধতি:-

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্ন প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদন করার পর একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।

অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনকারীর নথির প্রমান পত্র পাঠাতে হবে নিম্নে প্রদত্ত ঠিকানায়, ৩০/৯/২০২০ এর মধ্যে

অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.iitkgp.ac.in

অ্যাপ্লিকেশন ফর্ম এবং নথির প্রমাণপত্র পাঠানোর ঠিকানা:- অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার (E-III), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর-৭২১৩০২, পশ্চিমবঙ্গ।

খামের ওপরে অবশ্যই লেখা থাকতে হবে “APPLICATION FOR THE POST OF _

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন অ্যাপ্লিকেশন এর সমাপ্তি:- ২১/০৯/২০২০

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন