ভোটার কার্ড সংক্রান্ত প্রচুর কাজ অনলাইনে NVSP পোর্টালের মাধ্যমে করা যেতে পারে।
এই কাজগুলি হলো নতুন ভোটার কার্ডের জন্য আবেদন বা পরিবারের কারোর ভোটার কার্ডের জন্য আবেদন ভোটার কার্ডের তথ্য সংশোধন করা বা ভোটার কার্ডের ফটো চেঞ্জ করা ইত্যাদি।
ভোটার কার্ডের সংক্রান্ত এইসব কাজ গুলির জন্য আবেদন করার পর আপনি অনলাইনের মাধ্যমে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।
আজে আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে জেরার আবেদনের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে ট্রেক করবেন।
অনলাইনে নিজের ভোটার কার্ডের সংক্রান্ত কোন কাজের আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
পশ্চিমবঙ্গে ভারতের অন্যপ্রান্তে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য,
প্রথম ধাপ: NVSP পোর্টালে যান

- প্রথমে NVSP পোর্টালটি খুলুন।
- লগইন অপশনটিতে ক্লিক করুন।
- নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিন।
- এরপর ক্যাপচা কোড লিখে লগইন করুন।
দ্বিতীয় ধাপ: ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন

- হোমপেজটি আপনার সামনে খুলে যাবে।
- ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
তৃতীয় ধাপ: আবেদনের নম্বর দিয়া ট্র্যাক করুন

- নির্দিষ্ট জায়গা নিজে রেফারেন্স আইডি এন্টার করুন।
- ট্রেক স্ট্যাটাস এর উপর ক্লিক করুন।
- আপনার আবেদনের সঠিক স্ট্যাটাস স্ক্রিনের উপর চলে আসব।
এই পদ্ধতিগুলি অবলম্বন করে আপনি সহজেই অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ড সংক্রান্ত যেকোনো আবেদনের স্ট্যাটাস চেক করতে পারেন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট প্রকল্প সম্মন্দে পড়ুন
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২৩ (নতুন পদ্ধতি)
- ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অনলাইনে কীভাবে পাবেন ২০২৩