করোনা আবহে আমজনতার উদ্বেগের শেষ নেই।
তার মধ্যে স্বস্তি দেওয়ার জন্য বাঙালির জন্য আসছে দুর্গাপুজো।
এই দুর্বিসহ পরিস্থিতির মধ্যে উৎসবে মেতে ওঠার আনন্দে মুখর হয়ে আছে বাঙালি।
কিন্তু সত্যি কি এই উৎসবের আনন্দে মেতে উঠতে পারবেন আমজনতা?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো করতে হবে এই বছর।
কিন্তু তা হবে কিভাবে?
এই সমস্যা দুর করতে মাঠে নেমেছে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলোর সংগঠন “ফোরাম ফর দুর্গোৎসব”।
সাস্থবিধি মেনে কিভাবে দুর্গাপুজো করা যাবে, তার একটি গাইডলাইন বানিয়েছে এই ফোরাম।
এই গাইডলাইন পাঠানো হচ্ছে কলকাতার সমস্ত পুজো উদ্যোক্তাদের কাছে।
কি বলা হয়েছে এই গাইডলাইনে?
জানানো হয়েছে যে, মণ্ডপ ও প্রতিমার উচ্চতা ছোট করতে হবে, এবং মণ্ডপের বাইরে থেকে যাতে প্রতিমা দর্শন করা যায়, সেই ব্যাবস্থা করতে হবে।
তার সাথে কমাতে হবে প্রতিমা এবং মণ্ডপের চাকচিক্য। দর্শনার্থীদের মাস্ক, এবং স্যানিটাইজার ব্যবহার আবশ্যক।
[আরো পড়ুন: সত্যিই কি বাতাসের মাধ্যমে সংক্রমণ করোনার? – ব্যাখ্যা WHO এর মুখ্য বৈজ্ঞানিকের ]
মণ্ডপের বাইরে থাকবে থার্মাল গানের ব্যাবস্থা, যদি কোনো দর্শনার্থীর জ্বর থাকে, তবে তাকে মণ্ডপে ঢুকতে দেওয়া হবে না।
তার সাথে একসাথে ২৫ জনের বেশি লোককে মণ্ডপে ঢোকার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এমনকি মণ্ডপের ভিতর শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং খাবারের স্টলগুলো নির্দিষ্ট দূরত্ব মেনে বসাতে হবে।
তা ছাড়াও আরো কিছু বিধিনিষেধের ওপর জোর দেওয়া হয়েছে।
ফোরামের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন যে, সমস্ত পরিকল্পনাই প্রস্তাবনার আকারে প্রশাসনকে দেওয়া হয়েছে।
তবে ভিড় সামলাতে প্রশাসন কি সফল হবে, এই প্রশ্ন তুলেছেন অনেকেই।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্স (DL) টেস্ট স্লট বুকিং করার অনলাইন পদ্ধতি 2023
- আধার বায়োমেট্রিক্স Lock এবং Unlock অনলাইন কিভাবে করবেন 2023
- কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার বা সন্ধান করবেন
- আধার কার্ড ভার্চুয়াল আইডি (VID) কিভাবে জেনারেট করবেন 2023
- ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) কীভাবে পরিবর্তন করবেন 2023
- আধার আপডেট আবেদন বাতিল করার অনলাইন পদ্ধতি 2023