হুগলি-কোচিন বন্দর কর্তৃপক্ষ প্রজেক্ট অফিসার এবং মেডিক্যাল অফিসার পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ১৩
প্রজেক্ট অফিসার (মেকানিক্যাল):- ০৬ পদ
প্রজেক্ট অফিসার (ইলেকট্রনিক্স):- ০৬ পদ
মেডিকেল অফিসার:- ০১ পদ
কর্মস্থান:- ভারতের বিভিন্ন শহর
আবেদন পদ্ধতি:-অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন পত্র পাঠাতে পারেন।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হতে হবে, এবং মেডিক্যাল অফিসার পদের জন্য আবেদনকারীদের MBBS উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া/স্টেট মেডিকেল কাউন্সিল এর রেজিস্ট্রেশন থাকতে হবে।
প্রজেক্ট অফিসার পদের আবেদনকারীদের ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা এবং মেডিকেল অফিসার পদের জন্য আবেদনকারীদের ন্যূনতম এক বছর হাসপাতালে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
সর্বোচ্চ বয়স সীমা:- ৩০ বছর (৩১/১২/২০২০ অনুসারে)
মাসিক বেতন:- প্রজেক্ট অফিসার (মেকানিক্যাল/ইলেকট্রনিক্স):- ₹৩৭,০০০-৪০,০০০ মেডিকেল অফিসার:- ₹৬০,০০০-৬৩,০০০
নির্বাচন পদ্ধতি:- যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সঠিক তারিখ, স্থান এবং সময় যোগ্য আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে, অথবা সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ₹৪০০ টাকা দিতে হবে। (SC/ST/PWD অন্তর্ভুক্ত আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি ধার্য হবে না)
অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.cochinshipyard.co
অনলাইন আবেদনের সূচনা:- ১৬/১২/২০২০
অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ৩১/১২/২০২০
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন হুগলি-কোচিন বন্দর কর্তৃপক্ষ-এর অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩