Skip to content

ভারতে আগামী ৫-৭ বছরে ৭৫ হাজার কোটি বিনিয়োগ করবে গুগল, জানালেন সুন্দর পিচাই

ভারতে ব্যাপক ভাবে বিনিয়োগ করতে চলেছে গুগল। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এই কথাই জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই।

ভারতে আগামী ৫ থেকে ৭ বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল। এর জন্য “গুগল ফর ইন্ডিয়া” নামের ডিজিটাইজেশন ফান্ডের ঘোষণা করলেন সুন্দর পিচাই।

ভার্চুয়াল বৈঠকের মঞ্চ থেকে সুন্দর পিচাই জানান যে, ভারতের ডিজিটাইজেশন ফান্ডের ঘোষণা করে গুগলের টিম অত্যন্ত খুশি এবং তারা আশাবাদী যে ভারতের ডিজিটাল অর্থনীতি এতে ঊর্ধ্বগামী হবে।

তিনি আরো জানিয়েছেন যে, তারা পার্টনারশিপ এবং ইকুইটি বিনিয়োগের মাধ্যমে গুগল ভারতে বিনিয়োগ করবে।

নরেন্দ্র মোদীও টুইট করে জানান যে, গুগলের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। সাম্প্রতিক করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে ডেটা সুরক্ষিত রাখা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে সুন্দর পিচাইয়ের সঙ্গে।

ডিজিটাইজেশন এর জন্য মূলত ৪ টি ক্ষেত্রে বিনিয়োগ করা হবে। সেই ক্ষেত্র গুলি হলো –

• প্রত্যেক ভারতীয় যাতে নিজস্ব ভাষায় সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য পান সেই ব্যাবস্থা করবে গুগল।
• ভারতের ঊর্ধ্বমুখী চাহিদার সাথে তাল মিলিয়ে প্রাসঙ্গিক নতুন প্রোডাক্ট এবং পরিষেবা তৈরিতে জোর দেওয়া হবে।
• বানিজ্যিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতায়ণ সমান ভাবে ডিজিটাল ক্ষেত্রেও করার জন্য জোর দেওয়া হবে।
• স্বাস্থ্য, কৃষি এবং শিক্ষা ক্ষেত্রে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হবে এবং তার উন্নতিতে জোর দেওয়া হবে।

আপাতত, ভারতে এই বিনিয়োগের জন্য উন্মুখ হয়ে আছে গুগল।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন