কথায় বলে “রাখে হরি আর মারে কে”। সেই প্রবাদবাক্য যে কতটা সত্যি সেটা দেখা গেল একটি ভিডিওতে।
সোহাগ রানা নামে এক ব্যক্তি এই ভিডিওটি করে ফেসবুকে আপলোড করেন। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও।
ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় ৮৮ লক্ষ ব্যবহারকারী, প্রায় ১৫ হাজার বার শেয়ার হয়েছে এই ভিডিওটি।
কি এমন আছে এই ভিডিওতে যে ভিডিওটি এত ভাইরাল হয়েছে?
ভিডিওটিতে দেখা যায়, একটি বিশাল আকৃতির তৈলবাহী ট্যাংকার রেল লাইন ধরে এগিয়ে আসছে।
বিপরীত দিক থেকে সেই ট্যাংকারের দিকে রেল লাইন ধরে এগিয়ে যাচ্ছে একটি ছাগল।
এই দৃশ্য দেখে দুর্ঘটনার আঁচ করতে পেরে রে-রে করে ওঠেন স্টেশনে থাকা সমস্ত লোকজন।
এমনকি ওই রেল লাইনের বিপরীতে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে থেকে লোকজনও আতঙ্কিত হয়ে পড়েন।
এর পরমুহুর্তে বিশালাকৃতির তৈলবাহী ট্যাংকার রেল লাইনের ওপর দিয়ে চলে যেতে দেখা যায়, কিন্তু ছাগলটির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
কিন্তু সেই তৈলবাহী ট্যাংকার পেরিয়ে যাওয়ার পরেই দেখা যায় অদ্ভুত কান্ড। নিজের বিপদ আঁচ করতে পেরে প্ল্যাটফর্মের নিচে থাকা একটি গর্তে ঢুকে যায় ছাগলটি।
ট্যাংকারটি পেরিয়ে যাওয়ার পরে সেই গর্ত থেকে বেরিয়ে আসে ছাগলটি।
স্বস্তির নিঃশ্বাস ফেলেন আসে পাশে থাকা লোকজন।
দেখা যায় সামান্য একটু আঘাত লাগলেও গুরুতর কোনও ক্ষতি হয়নি ছাগলটির।
ঘটনাটি ঘটেছে চিরিরবন্দর স্টেশনে।
ভারত-বাংলাদেশ সীমান্তে রাধিকাপুর হয়ে ভারতে প্রবেশ করার সময় এই স্টেশন পরে।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩