Skip to content

১০৭ পদে নিয়োগ – ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ২০২০ – নূন্যতম যোগ্যতা:-গ্রাজুয়েট/ডিপ্লোমা

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (FRI), লাইব্রেরী ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট,স্টেনোগ্রাফার ও মাল্টিটাস্কিং স্টাফ এর জন্য যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আবেদন জানাচ্ছে।

সংগঠন:- ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট (FRI)

কর্মস্থল:- দেরাদুন, উত্তরাখণ্ড।

পদ সংখ্যা:- ১০৭

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-

  • লাইব্রেরী ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট:- লাইব্রেরী সাইন্স এ গ্রাজুয়েট।
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:- উদ্ভিদবিদ্যা/প্রাণিবিদ্যা/ফরেস্ট্রি/পরিবেশ বিদ্যা/বায়োটেকনোলজি/মাইক্রোবায়োলজি তে গ্রাজুয়েট।
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেনটেনেন্স):- কম্পিউটার সাইন্স/ইনফরমেশন টেকনোলজি তে গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা।
  • স্টেনোগ্রাফার:- ইংলিশ অথবা হিন্দিতে স্টেনোগ্রাফি, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ।
  • মাল্টিটাস্কিং স্টাফ:- দশম শ্রেণী উত্তীর্ণ, ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা।

বয়স সীমা:- ১৮-২৭ বছর

[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]

মাসিক বেতন:-

  • লাইব্রেরী ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট:- ৩৫,৪০০-১,১২,৪০০/-
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:- ২৯,২০০-৯২,৩০০/-
  • স্টেনোগ্রাফার:- ২৫,৫০০-৮১,১০০/-
  • মাল্টিটাস্কিং স্টাফ:- ১৮,০০০-৫৬,৯০০/-

নির্বাচন পদ্ধতি:-

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট:- www.fri.icfre.gov.in

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ৭০০ টাকা দিতে হবে।
SC/ST/PWD/মহিলা আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে।

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইনে আবেদনের সূচনা:-১৭/০৮/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ১৫/০৯/২০২০

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের (FRI) অফিশিয়াল ওয়েবসাইটে।

আরো লেটেস্ট খবর পড়ুন


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]