Skip to content

নাম বা মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি জেনে নিন

মাঝে মাঝে এরকম হয়েই থাকে যে আমরা নিজেদের রেশন কার্ড নাম্বার ভুলে যায় বা কিছু কিছু অবস্থায় আমাদের রেশন কার্ড নাম্বার আমাদের হাতের সামনে থাকে না।

পশ্চিমবঙ্গ সরকার আপনার রেশন কার্ড নাম্বার খুঁজে বের করা সহজ করে দিয়েছে অনলাইনের মাধ্যমে।

এখন আপনি সহজেই পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে আপনার রেশন কার্ড নাম্বারটি খুঁজে বের করতে পারবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আপনার নাম ধরে।

এই আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে নিজের ডিজিটাল রেশন কার্ড নম্বর খুঁজে বের করতে পারবেন।

অনলাইন এর মাধ্যমে নিজের রেশন কার্ড নম্বর বের করার ২ রাস্তা রয়েছে,

তাহলে চলুন এই পদ্ধতিগুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড নম্বর চেক করার পদ্ধতি

পশ্চিমবঙ্গে রেশন কার্ড নম্বর জানার জন্য,

  1. প্রথমে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে
  2. এর পর ‘রাশন কার্ড’ অপশনটিতে ক্লিক করুন।
  3. এরপর যেকোনো একটি অপশন এ ক্লিক করুন।
  4. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  5. এখানে আপনি নিজের মোবাইল নাম্বার যা আপনার রেশন কার্ডের সাথে লিংক করা আছে সেটি ইন্টার করুন ও ‘Get OTP’ তে ক্লিক করুন।
  6. মোবাইল নাম্বারটিতে যে OTP টি পাবেন সেটি নির্দিষ্ট জায়গায় এন্টার করে দিন ও প্রসিড বাটনে ক্লিক করুন।
  7. এরপর আপনি লগইন হয়ে যাবেন।

এখানে আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যদের রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন।

আপনি যদি আপনার বা আপনার পরিবারের কোন সদস্যের রেশন কার্ডের কোন সংশোধন করতে চান, তাহলে আপনি এই আর্টিকেলটিতে দেওয়া ধাপগুলি অনুসরণ করে এটি করতে পারেন:

অনলাইনে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের সংশোধন করার ধাপগুলি জানতে ক্লিক করুন

আপনার মোবাইল নম্বর রেশন কার্ডের সাথে লিংক করা না থাকলে বা এই মুহূর্তে আপানর সামনে তা না থাকলে আপনি নাম দিয়ে আপনার রেশন কার্ড সার্চ করতে পারেন।

নাম দিয়ে রেশন কার্ড নম্বর চেক করার অনলাইন পদ্ধতি

নাম দিয়ে রেশন কার্ড নম্বর সার্চ করার জন্য,

  1. প্রথম, খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  2. এরপর ক্লিক করুন ‘e-citizen’ অপশনে। তারপর ক্লিক করুন ‘View Ration Card Count‘ অপশনে।
  3. এর পর আপনার ডিস্ট্রিক্টের নাম ও আপনার ব্লকের নামে ক্লিক করুন।
  4. এরপরের আপনার রেশন দোকানের নাম এর উপরে ক্লিক করুন।
  5. আপনি আপনার রেশন দোকানের নাম্বার ও নাম আপনার প্রতিবেশী বা অন্য কারো কাছ থেকে জানতে পারবেন।
  6. এটি করার পরে ওই রেশন দোকানের অন্তর্গত সমস্ত নাম আপনার সামনে চলে আসবে।
  7. Excel file টি ডাউনলোড করে সেভ করে নিতে পারেন।
  8. ডাউনলোড হয়ে গেলে Excel file ওপেন করুন।
  9. এর পর আপনার নাম দিয়ে সার্চ করুন।

এখান থেকে আপনার রেশন কার্ডের নম্বর পেয়ে যেতে পারেন।

একবার আপনি রেশন কার্ড নম্বর পেয়ে গেলে, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সমস্ত অনলাইন পরিষেবা ব্যবহার করার জন্য অবশ্যই এটি আপনার মোবাইল নম্বরের সাথে সংযুক্ত করে নিন।

সাথে আধার নম্বরের সাথে রেশন কার্ড লিংক না করে থাকলে সেটিও সম্পূর্ণ করে নিন.

এটি করার পদ্ধতি জানতে আপনি নিচে দেওয়া আর্টিকেলটি পড়তে পারে।

আধার কার্ড এবং মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি জানতে ক্লিক করুন


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন