মাঝে মাঝে এরকম হয়েই থাকে যে আমরা নিজেদের রেশন কার্ড নাম্বার ভুলে যায় বা কিছু কিছু অবস্থায় আমাদের রেশন কার্ড নাম্বার আমাদের হাতের সামনে থাকে না।
পশ্চিমবঙ্গ সরকার আপনার রেশন কার্ড নাম্বার খুঁজে বের করা সহজ করে দিয়েছে অনলাইনের মাধ্যমে।
এখন আপনি সহজেই পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে আপনার রেশন কার্ড নাম্বারটি খুঁজে বের করতে পারবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আপনার নাম ধরে।
এই আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে নিজের ডিজিটাল রেশন কার্ড নম্বর খুঁজে বের করতে পারবেন।
অনলাইন এর মাধ্যমে নিজের রেশন কার্ড নম্বর বের করার ২ রাস্তা রয়েছে,
তাহলে চলুন এই পদ্ধতিগুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
নাম দিয়ে রেশন কার্ড নম্বর চেক করার অনলাইন পদ্ধতি
নাম দিয়ে রেশন কার্ড নম্বর সার্চ করার জন্য,
- প্রথম, খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ যান।
- এরপর, মেনু তে ক্লিক করুন ‘MIS Reports’ বিকল্পে।
- এরপর, ক্লিক করুন ‘Reports for Citizen’ বিকল্পে।
- এরপর, ক্লিক করুন ‘View Ration Card Count‘ বিকল্পে।
- এরপর, আপনার ডিস্ট্রিক্টের নাম ও আপনার ব্লকের নামে ক্লিক করুন।
- এরপর, আপনার রেশন দোকানের নাম এর উপরে ক্লিক করুন।
- আপনি আপনার রেশন দোকানের নাম্বার ও নাম আপনার প্রতিবেশী বা অন্য কারো কাছ থেকে জানতে পারবেন।
- এটি করার পরে ওই রেশন দোকানের অন্তর্গত সমস্ত নাম আপনার সামনে চলে আসবে।
- Excel file টি ডাউনলোড করে সেভ করে নিতে পারেন।
- ডাউনলোড হয়ে গেলে Excel file ওপেন করুন।
- এরপর, আপনার নাম দিয়ে সার্চ করুন।
এখান থেকে আপনার রেশন কার্ডের নম্বর পেয়ে যেতে পারেন।
একবার আপনি রেশন কার্ড নম্বর পেয়ে গেলে, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সমস্ত অনলাইন পরিষেবা ব্যবহার করার জন্য অবশ্যই এটি আপনার মোবাইল নম্বরের সাথে সংযুক্ত করে নিন।
সাথে আধার নম্বরের সাথে রেশন কার্ড লিংক না করে থাকলে সেটিও সম্পূর্ণ করে নিন। এটি করার পদ্ধতি জানতে আপনি নিচে দেওয়া আর্টিকেলটি পড়তে পারে।
আধার কার্ড এবং মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
আপনার রেশন কার্ড নম্বর খুঁজে বের করার আরেকটি উপায় আছে। এর জন্য, আপনার অবশ্যই একটি মোবাইল নম্বর থাকতে হবে যা ইতিমধ্যেই আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে।
মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড নম্বর চেক করার পদ্ধতি
পশ্চিমবঙ্গে রেশন মোবাইল নম্বর দিয়ে কার্ড নম্বর জানার জন্য,
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান
- প্রথমে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ।
- এরপর, ‘Citizen’s Home’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Ration Card Related Corner’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Services Requiring Office Approval’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Apply Online’ বিকল্পে ক্লিক করুন।
- অনেকগুলি ফর্ম প্রদর্শিত হবে। ফর্ম 5 থেকে ফর্ম 14 এর মধ্যে যেকোনো একটি বিকল্পে ক্লিক করুন।
আপনি যদি মোবাইল থেকে ওয়েবসাইটটি খুলছেন, তাহলে ‘নাগরিকের বাড়ি’ বিকল্পটি পেতে আপনাকে কিছুটা নিচে স্ক্রোল করতে হবে।
ধাপ ২: রেশন কার্ড পোর্টালে লগইন করুন
- এখন, আপনার রেশন কার্ড বিভাগ নির্বাচন করুন.
- এরপর, আপনি নিজের মোবাইল নাম্বার যা আপনার রেশন কার্ডের সাথে লিংক করা আছে সেটি ইন্টার করুন।
- এরপর, ‘Get OTP’ বোতামে ক্লিক করুন।
- মোবাইল নাম্বারটিতে যে OTP টি পাবেন সেটি নির্দিষ্ট জায়গায় এন্টার করে দিন ও ‘Proceed’ বোতামে ক্লিক করুন।
- এরপর, আপনি লগইন হয়ে যাবেন।
ধাপ ৩: রেশন কার্ড নম্বর চেক করুন
- এখানে আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যদের রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন।
- আপনি আপনার নামের পশে আপনার রেশন কার্ড নম্বরটি চেক করতে পারেন।
আপনি যদি আপনার বা আপনার পরিবারের কোন সদস্যের রেশন কার্ডের কোন সংশোধন করতে চান, তাহলে আপনি এই আর্টিকেলটিতে দেওয়া পদ্ধতি অনুসরণ করে এটি করতে পারেন:
অনলাইনে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের সংশোধন করার ধাপগুলি জানতে ক্লিক করুন
আরো রেশন কার্ড সংক্রান্ত তথ্য
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) 2024
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- খাদ্য সাথী আমার রেশন মোবাইল অ্যাপ – কীভাবে ব্যবহার করবেন
- পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন ও রেশন কার্ড হোয়াটসঅ্যাপ নম্বর
- নাম বা মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি জেনে নিন
- পশ্চিমবঙ্গে e-Ration কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা জেনে নিন