দুর্গাপুর: SAIL (দুর্গাপুর স্টিল প্লান্ট), পশ্চিমবঙ্গ সরকার এবং হেলথ ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে দুর্গাপুরে শুরু হতে চলেছে করোনা হাসপাতাল।
পশ্চিম বর্ধমানে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রুখতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
সূত্রের খবর, রাজ্যের যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের তুলনায় করোনা চিকিৎসায় অনেকাংশেই কম খরচ পড়বে এই হাসপাতালে।
হেলথ ওয়ার্ল্ড একটি বেসরকারী হাসপাতাল হলেও সামাজিক কর্তব্য পালন করতেই SAIL এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই হাসপাতাল গড়ে তোলার কাজে সামিল হয়েছে।
মোট ৬৭ জন মেডিক্যাল স্টাফ এখানে কাজ করবেন। তা ছাড়া একটি ৭-১০ শয্যার ছোটো ICU ও এখানে গড়ে তোলা হয়েছে। যারা এই হাসপাতালে থাকাকালীন গুরুতর অসুস্থ্য হয়ে পড়বেন কেবল তাদের জন্যেই এই ICU এর ব্যাবস্থা।
বহিরাগত রোগীরা ICU তে ভর্তি হতে পারবেন না।
নামমাত্র দৈনিক ৩,০০০ টাকা খরচ পড়বে শয্যাপিছু। এই পরিষেবার মধ্যে রোগীর খাবার, অক্সিজেন, সমস্ত ওষুধ সব কিছুই ধার্য হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু রেমডিসিভির সকলের প্রয়োজনে লাগে না, তাই এই ওষুধের জন্য আলাদা ভাবে দাম ধার্য করা হয়েছে।
ICU তেও খরচ পড়বে নামমাত্র, দৈনিক ৫,০০০টাকা। বিনিময়ে মিলবে সমস্ত পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই হাসপাতাল সমস্ত হেলথ ইন্সুরেন্স পলিসির আওতায় পড়বে।
হেলথ ওয়ার্ল্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- গাড়ি বা বাইকের RC (মালিকানা) স্থানান্তরের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) ২০২৩
- কৃষক বন্ধু প্রকল্প (নতুন) পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ২০২৩