Skip to content
durgapur steel plant

দুর্গাপুরে SAIL এর তৈরি করোনা হাসপাতাল শুরু হচ্ছে এই সপ্তাহেই

দুর্গাপুর: SAIL (দুর্গাপুর স্টিল প্লান্ট), পশ্চিমবঙ্গ সরকার এবং হেলথ ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে দুর্গাপুরে শুরু হতে চলেছে করোনা হাসপাতাল।

পশ্চিম বর্ধমানে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রুখতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

সূত্রের খবর, রাজ্যের যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালের তুলনায় করোনা চিকিৎসায় অনেকাংশেই কম খরচ পড়বে এই হাসপাতালে।

হেলথ ওয়ার্ল্ড একটি বেসরকারী হাসপাতাল হলেও সামাজিক কর্তব্য পালন করতেই SAIL এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে এই হাসপাতাল গড়ে তোলার কাজে সামিল হয়েছে।

মোট ৬৭ জন মেডিক্যাল স্টাফ এখানে কাজ করবেন। তা ছাড়া একটি  ৭-১০ শয্যার ছোটো ICU ও এখানে গড়ে তোলা হয়েছে। যারা এই হাসপাতালে থাকাকালীন গুরুতর অসুস্থ্য হয়ে পড়বেন কেবল তাদের জন্যেই এই ICU এর ব্যাবস্থা।

বহিরাগত রোগীরা ICU তে ভর্তি হতে পারবেন না।

নামমাত্র দৈনিক ৩,০০০ টাকা খরচ পড়বে শয্যাপিছু। এই পরিষেবার মধ্যে রোগীর খাবার, অক্সিজেন, সমস্ত ওষুধ সব কিছুই ধার্য হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু রেমডিসিভির সকলের প্রয়োজনে লাগে না, তাই এই ওষুধের জন্য আলাদা ভাবে দাম ধার্য করা হয়েছে।

ICU তেও খরচ পড়বে নামমাত্র, দৈনিক ৫,০০০টাকা। বিনিময়ে মিলবে সমস্ত পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই হাসপাতাল সমস্ত হেলথ ইন্সুরেন্স পলিসির আওতায় পড়বে।

হেলথ ওয়ার্ল্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন