Skip to content
Durgapur_Barrage

লক গেট মেরামতের জন্য বন্ধ থাকছে দুর্গাপুর ব্যারেজ – দেখে নিন কবে

দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজের ওপর যান চলাচল বন্ধ থাকবে আগামী ৭ দিন।

এর জন্য একটি নোটিশ ও জারি করা হয়েছে।

নোটিশটিতে যা কারণ বলা হয়েছে তা হলো, দুর্গাপুর ব্যারেজের কিছু সারাই এর কাজ এর জন্য এটি বন্ধ থাকবে।

খবরের সূত্র অনুযায়ী, ২০২০ র নভেম্বর মাসের ফাটল এর পর, ব্যারেজের ১০টি লক গেট সারানো বা বদলানো হয়ে গিয়েছে।

একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে লেখা আছে যে দুর্গাপুর ব্যারেজের ওপর যান চলাচল ২০.০৪.২০২২ থেকে ২৬.০৪.২০২২ অব্দি বন্ধ থাকবে।

এই নিয়ম লাগু থাকবে রাত ১১ টা থেকে ভোর ৪টে অব্দি।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প সম্মন্ধে জানতে ক্লিক করুন

শুধুমাত্র দমকল অ্যাম্বুলেন্স অন্যান্য জরুরী পরিষেবার গাড়িকে পারাপার করতে দেওয়া হবে কাজ চলাকালীন।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন