দুর্গাপুর: প্রায় ৩ দিন এর অপেক্ষার পর দুর্গাপুর ব্যারেজ এর বাঁধ মেরামতির কাজ গতকাল রাত্রেই শুরু হয়েছে। অনেক পরিশ্রম করে ইঞ্জিনিয়ার ও শ্রমিক রা মিলে বাঁধ এর জল আটকাতে সক্ষম হয়েছেন।
সেচ দপ্তরের ধারণা, ২৬ ঘন্টার মধ্যেই বাঁধ এর মেরামতির কাজ শেষ করতে পারবেন।
Click to Read this news in English ▷
সাধারণত মাইথন জলাধার থেকে জল আস্তে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টার মতো। সেচ দপ্তরের সচিব অনুমান করছেন বাঁধ মেরামতির কাজ যখন প্রায় শেষের মুখে, তখন মাইথন থেকে জল ছাড়তে বলা হবে। এর ফলে জল আসার ৬-৭ ঘন্টা বেঁচে যাবে।
গতকাল রাত্রে কাজ শুরু হওয়ায় দুর্গাপুর ব্যারেজ এর যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সেচ দপ্তর জানিয়েছেন আজ বুধবার রাত ১২ তার মধ্যে মেরামতির কাজ শেষ হয়ে যাবে বলে ধারণা করছেন।
দুর্গাপুর এর মানুষ এর জলের সমস্যা খুব সম্ববত বৃহস্পতিবার রাত্রি কিংবা শুক্রবার সকালের মধ্যেই মিটে যাবে বলে অনুমান।
অন্য দিকে জলশুন্য করাই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর ৭ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায় ।
যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের আধিকারিকরা জানান এর ফলে দুর্গাপুরবাসীর কোনো সমস্যা হবেনা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- আপনার বাইক বা গাড়িতে নমিনি কীভাবে যুক্ত করবেন অনলাইনে
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩