Skip to content

করোনা অবহের মধ্যে পিপিই পরে নাচ ডাক্তারের, মন কাড়লো নেটদুনিয়ার

যে হারে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে বর্তমানে টা খুবই চিন্তার বিষয়।

ভারতে এখন আনলক স্টেজ চললেও প্রতিদিন আক্তন্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা পাল্লা দিয়ে ক্রমশ বেড়েই চলেছে।

এই করোনা পরিস্থিতির মোকাবিলাতেই দিন রাত এক করে খেটে চলেছেন ডাক্তাররা।

নিজেদের কথা, পরিবারের কথা না ভেবেই তাদের ঝাঁপিয়ে পড়তে হচ্ছে করোনা পরিস্থিতি মোকাবিলায়।

নিজেদের রক্ষার জন্য চিকিৎসকদের নিয়মিত পরতে হচ্ছে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট বা সংক্ষেপে পিপিই ।

ভয়াবহ গরমের মধ্যেই তাদের পিপিই পরে চালিয়ে যেতে হচ্ছে তাদের কাজ । এমন কি তারা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে অগত্যা পিপিই পরেই সাবলীল ভাবে কাজ করে যাচ্ছেন তারা।

আবার এই পোশাক পরেই তাদের কাটাতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, আবার কখনো বা মাসখানেক ধরেই টানা পরে কাজ করতে হচ্ছে।

গত ১লা জুলাই, বুধবার ছিল ডক্টরস ডে। সেদিনই এক ডাক্তারকে পিপিই পরে দেখা গেলো হিন্দি গানের সাথে তাল মেলাতে।

তাঁর নাম জানা গেছে Dr. Richa Negi.

সোশাল মডিয়ায় এসে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

বর্তমান পরিস্থিতিতে অনবরত কাজ করার মধ্যেও যে তাদের মানসিক স্বস্তি প্রয়োজন তা ভুলেছেন অনেকেই।

তাই ডক্টরস ডেতে নিজেদের ভালো রাখার জন্য এই নাচের উদ্যোগ নিয়েছেন এই ডাক্তার। এই করোনা পরিস্থিতি তেও সবারির ভিতরে “Positivity” বাঁচিয়ে রাখার বার্তা দিয়েছেন তিনি এই ভিডিওর মাধ্যমে।

সোশাল মডিয়ায় ডাক্তারের এই নাচ দেখার পরে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা, মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

দেখুন সেই ভিডিও:

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন