লন্ডন: বিগত কয়েক মাস ধরে করোনা ভাইরাস কে রোধ করার নানান ড্রাগ ও ওষুধের সন্ধান করছে গবেষকরা।
BBC সূত্রে খবর, সম্প্রতি মঙ্গলবার , ১৬ জুন, Recovery নামে UK র একটি ট্রায়াল ক্লিনিক এর গবেষকরা জানান যে সেব্য পরিমাণে জেনেরিক স্টেরয়েড ড্রাগ “ডেক্সামেথাসন” কোভিড -১৯ এর সংক্রমণ ছড়ানো থেকে রোধ করছে ও মানুষের মৃত্যুর হারে ঘাটতি আনছে।
ডক্টর রা পরামর্শ দেন যে এই স্টেরয়েড ড্রাগ ই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যে ব্যবহার করা শুরু হোক।
মার্টিন লান্দ্রায় ,অক্সফোর্ড উনিভার্সিটি প্রফেসর যিনি এই স্টেরয়েড আবিষ্কারের মুখ্য স্থান এ ছিলেন, জানান যে যেই পেশেন্ট রা কোভিড এ আক্রান্ত ও অক্সিজেন মাস্ক এ বা ভেন্টিলেশন এ আছেন তাদের খুব কম খরচে এই স্টেরয়েড দিয়ে সুস্থ করা সম্ভব।
তার সহ গবেশক পেটার হরবি জানান যে এই ড্রাগ টি মৃত্যুর হার ১/৩ ভাগ কমানোর ক্ষমতা ধারণ করে।
এই মহামারী কে আটকানো বা নির্মূল করা যায় এরকম চিকিৎসা বা ভ্যাকসিন সঠিক অনুমোদন পাইনি, কারণ এই মরণ রোগ ৪৩১০০ মানুষের প্রাণ নিয়ে নিয়েছে সারা পৃথিবী জুড়ে।