Skip to content

ভর্তি হয়নি দুর্গাপুর ব্যারেজ – জল সরবরাহে হতে পারে দেরি

ব্যারাজ এর লগ গেট ভেঙে যাওয়ায় জল সরবারাহ বন্ধ হয়েছে স্টিল টাউন্সিপএ বেশ কয়েকদিন হলো। মেরামত কাজ শেষ হয়ে গেছে কাল রাতেই। হিসেব মতো শুক্রবার সকালে জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার কথা।



কিন্তু দেখা গেছে শুক্রবার সকালেও সাড়ে নয়টা নাগাদ ও কিছু জায়গায় বালির স্তর জল দিয়ে ঢাকা পড়েনি। ব্যারেজের জল ক্রমশ আসছে মাইথন থেকে বৃহস্পতিবার রাত থেকেই।



শুক্রবার রাতেও জল পাওয়ার ক্ষীণ আসা দেখা যাচ্ছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমান বৃদ্ধি পেলেও শনিবার অবধি অপেক্ষা করতে হতে পারে দুর্গাপুর বাসীদের।

মাইথন থেকে ব্যারেজ জল ছাড়া শুরু করেছিল বৃহস্পতিবার সকাল থেকে। রাতে ব্যারেজ এর গেট মেরামতির কিছুক্ষন এর মধ্যেই জল আসতে শুরু করে দুর্গাপুর ব্যারেজ এ। কিন্তু শুক্রবার সকাল বেলায় দেখা যায় ব্যারেজ এর অর্ধেক ও ভর্তি হয়নি।

সূত্রে খবর অনুযায়ী জানা গেছে যে ব্যারাজ এর পরিস্থিতি স্থিতিশীল হতে একটু সময় লাগবে। ফিডার ক্যানেল এ জল এলে তা শোধন করে তবে জল সরবরাহ করতে হবে।



পুরসভা কর্তা দের মতে ব্যারেজ এ জল ভর্তি হয়ে গেলেই তা ফিডার ক্যানেল এ স্বাভাবিক চলাচল হবে। কিন্তু ফিডার ক্যানেল থেকে জল শোধন করার কাজ ও করতে হবে। তারা চেষ্টা করছেন রাতের মধ্যেই সব কিছু স্বাভাবিক করার।

তবে অনুমান করা হচ্ছে সব কিছু স্বাভাবিক ব্যবস্থায় আনতে গেলে শনিবার সকাল ও হয়ে যেতে পারে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন