কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (CSIR-NCL) টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ৪৫
কর্মস্থান:- মুম্বাই, পুনে
আবেদন পদ্ধতি:-অনলাইন
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের উপর চোখ রাখুন।
• সিনিয়র টেকনিক্যাল অফিসার:-
কর্মখালি:- ২
যোগ্যতা:- সর্বনিম্ন ৫৫ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে B.E অথবা B.Tech. উত্তীর্ণ এবং সঙ্গে ন্যূনতম পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা।
সর্বোচ্চ বয়সসীমা:- ৪০ বছর
বেতন:- ৬৭,৭০০-২,০৮,৭০০ মাসিক
• সিনিয়র টেকনিক্যাল অফিসার/ফায়ার সেফটি অফিসার:-
কর্মখালি:- ১
যোগ্যতা:- সর্বনিম্ন ৫৫ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ফায়ার ইঞ্জিনিয়ারিং/ফায়ার এন্ড সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে B.E অথবা B.Tech. উত্তীর্ণ এবং সঙ্গে ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা।
সর্বোচ্চ বয়সসীমা:- ৩৫ বছর
বেতন:- ৫৬,১০০-১,৭৭,৫০০ মাসিক
• টেকনিক্যাল অফিসার:-
কর্মখালি:- ১২
যোগ্যতা:- B.Tech./ B.E. অথবা MCA/MBA/MCM ডিগ্রী (সর্বনিম্ন ৫৫ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে)
বয়স সীমা:- ৩০ বছর
বেতন:- ৪৪,৯০০-১,৪২,৪০০ মাসিক
• টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:-
কর্মখালি:- ১০
যোগ্যতা:- স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠাতা থেকে ফার্স্ট ক্লাসের সঙ্গে উত্তীর্ণ B.Sc./BCA এর সাথে MBA / MCA
বয়স সীমা:- ২৮ বছর
বেতন:- ৩৫,৪০০-১,১২,৪০০ মাসিক
• টেকনিশিয়ান:-
কর্মখালি:- ২০
যোগ্যতা:- SSC/৫৫ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে বিজ্ঞান বিভাগে দশম শ্রেণী উত্তীর্ণ/ ITI সার্টিফিকেট অথবা ন্যাশনাল/স্টেট ট্রেড সার্টিফিকেট/ ন্যূনতম দু’বছর স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে শিক্ষানবিশ হিসেবে কর্ম অভিজ্ঞতা
বয়স সীমা:- ২৮ বছর
বেতন:- ১৯,৯০০- ৬৩,২০০ মাসিক
এই খালি পদ গুলি নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
নির্বাচন পদ্ধতি:-
যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে ট্রেড টেষ্ট, দক্ষতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ অথবা পরীক্ষার সময়, স্থান, তারিখ যোগ্য আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
অথবা সমস্ত তথ্য পাওয়া যাবে নিম্নে প্রদত্ত অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদন পদ্ধতি:-
যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।
অ্যাপ্লিকেশন ফি বাবদ আবেদনকারীদের ১০০ টাকা ধার্য হবে। (SC/ST/PWD/CSIR কর্মী/মহিলাদের জন্য অ্যাপ্লিকেশন ফি ধার্য হবে না)
অফিসিয়াল ওয়েবসাইট:- recruit.ncl.res.in
উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইনে আবেদন এর সূচনা:- ০২/১১/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ০২/১২/২০২০
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন CSIR-NCL এর অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023