Skip to content

শিক্ষানবিশ পদে যোগ্য বিজ্ঞপ্তি প্রকাশ CSIR-CSMCRI এর

কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ- সেন্ট্রাল সল্ট এন্ড মেরিন কেমিকাল রিসার্চ ইনস্টিটিউট (CSIR-CSMCRI) শিক্ষানবিশ পদে বিভিন্ন দপ্তরে পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ৩৬

কর্মস্থান:- গান্ধীনগর এবং মুম্বাই

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই সম্বন্ধে বিশদ জানতে নিচের তথ্যের উপর চোখ রাখুন।

রিজিওনাল দিরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ (RDSDE) ইলেকট্রিশিয়ান, ছুতোর, ইন্সট্রুমেন্ট মেকানিক, ওয়েল্ডার সহ অন্যান্য আরো বিভাগে মোট ৩২ টি পদে শিক্ষানবিশদের নিয়োগ করছে।

বোর্ড অফ এ্যাপ্রেনটিসশিপ এন্ড ট্রেনিং (BOAT) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং দুটি পদে যথাক্রমে ৩ এবং ১ টি আসনে শিক্ষানবিশ নিয়োগ করছে।

নির্বাচন পদ্ধতি:- আবেদনকারীদের ইন্টারভিউ এর ভিত্তিতে পদের জন্য নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের স্থান এবং তারিখ পদপ্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

রিজিওনাল দিরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ (RDSDE) এ পদের জন্য https://apprenticeshipindia.org/candidate-registration ওয়েবসাইটে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।

বোর্ড অফ এ্যাপ্রেনটিসশিপ এন্ড ট্রেনিং (BOAT) এ পদের জন্য https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action ওয়েবসাইটে যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন।

উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ ২০ নভেম্বর, ২০২০.

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ- সেন্ট্রাল সল্ট এন্ড মেরিন কেমিকাল রিসার্চ ইনস্টিটিউট এর অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন