কয়েকদিন ধরেই একটি তত্ত্বকে নিয়ে উদ্বেগ দেখা গেছে বৈজ্ঞানিক মহলের মধ্যে।
কিছু মানুষ দাবী করেছেন করোনা ভাইরাস বায়ুবাহিত।
এই তত্ত্ব শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই, বেড়েছে জল্পনাও।
এই জল্পনার অবসান করতে এবার মুখ খুললেন World Health Organization (WHO) এর মুখ্য বৈজ্ঞানিক সৌম্য স্বামীনাথন।
সম্প্রতি ৩২ টি দেশের অনেক বৈজ্ঞানিক দাবী তুলেছেন যে করোনা ভাইরাস নাকি বায়ুবাহিত।
এমনকি WHO এর বয়ান বদলাতে দাবীও জানান তারা।
এই দাবী তোলার পরই WHO এর বিজ্ঞানীরা ব্যাপারটি খতিয়ে দেখতে শুরু করেন।
[আরো পড়ুন: প্রেমিকা অঙ্কিতার পাশে সারাজীবন থাকার আশ্বাস দিয়েছিলেন সুশান্ত, হঠাৎ প্রকাশ্যে এলো ভিডিও ]
সৌম্য স্বামীনাথন এক সাক্ষাৎকারে জানিয়েছেন করোনার ভাইরাস বাতাসে বাঁচতে পারে।
আমরা কথা বলার সময়, অথবা হাঁচি অথবা কাশির সময়, আমাদের মুখ, নাক থেকে ক্ষুদ্র জলকণা বা ড্রপলেট বাতাসে ছড়িয়ে পরে।
অপেক্ষাকৃত বড়ো ড্রপলেটগুলি ১-২ মিটারের মধ্যে মাটিতে পড়ে যায়।
এই জন্যই কোনো এক ব্যক্তির থেকে ১-২ মিটারের দূরত্ব বজায় রাখতে বলা হয়।
কিন্তু যে ড্রপলেটগুলি ৫ মাইক্রন এর থেকে ছোট আকারের সেগুলি শ্বাস প্রশ্বাসের সাথে অন্য লোকের শরীরে প্রবেশ করতে পারে, ফলে ছড়াতে পারে সংক্রমণ।
তবে প্রকৃত বায়ুবাহিত রোগের মতো করোনা সংক্রমণ হয় না, এবং তা যদি হতো, তবে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়ত বলে দাবি সৌম্য স্বামীনাথনের।
অর্থাৎ WHO স্পষ্টভাবে এই ভাইরাসকে প্রকৃত বায়ুবাহিত বলতে রাজি নয়, তবে বায়ুবাহিত সংক্রমণ হতে পারে বলে মনে করছেন তাঁরা।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023