সম্প্রতি পুলিশ দিবসের দিন একাধিক কর্মসূচির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কর্মসূচির মধ্যে অন্যতম ছিল রাজ্যে বিপুল সংখ্যক কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ।
রাষ্ট্রসচিব ঘোষণা করেছেন আগামী তিন বছরের মধ্যেই রাজ্যে প্রায় ২৬,৪০০ জন কনস্টেবল এবং প্রায় ২,৪০০ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে।
এর জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে খোদ রাষ্ট্রসচিব এর তরফ থেকে জানানো হয়েছে।
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ১৮ থেকে ২৭ বছরের মধ্যবর্তী মাধ্যমিক উত্তীর্ণ যুবকরা কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও ২০ থেকে ২৭ বছরের মধ্যবর্তী স্নাতক উত্তীর্ণ যুবকরা আবেদন করতে পারবেন সাব-ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদের জন্য জঙ্গলমহলের নিয়োজিত প্রায় ৫,৫০০ জুনিয়র পদাধিকারীরা খুব শীঘ্রই স্থায়ী কনস্টেবল পদে উন্নীত হবেন, এই আশ্বাসও মিলেছে রাজ্য সরকারের তরফ থেকে।
জুনিয়র কনস্টেবল পদে ভবিষ্যতে বহু নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
এছাড়াও হোমগার্ড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং এনভিএফ কর্মীদের দৈনিক বেতন বৃদ্ধির পাশাপাশি, তাদের অবসরের পর এককালীন ৩ লক্ষ টাকা করে দেবার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার।
তাছাড়াও, আরো কর্মসূচির আশ্বাস পাওয়া গেছে রাজ্য সরকারের তরফ থেকে। মহিলা পুলিশ কর্মীদের মাতৃত্বকালীন ছুটি এবং হাসপাতাল সংক্রান্ত ছুটি, পুলিশকর্মীদের রেশন ভাতার বৃদ্ধি, এবং পুলিশকর্মীদের বদলির সুযোগ এর ব্যাপারে কর্মসূচি গ্রহণ করবে রাজ্য সরকার।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023