এই বিশাল সৌরজগতে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ঘুরে বেড়াচ্ছে ধূমকেতু নিওওয়াইজ।
পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ধেয়ে আসছে এটি।
আসলে কি এই ধূমকেতু?
সৌরজগতে ঘনীভূত কার্বন ডইঅক্সাইড, মিথেন এবং বরফের সংমিশ্রণে তৈরি বিশাল চাঙ্গড় ভেসে বেড়ায়।
এই বিশালাকার চাঙ্গড়গুলির ব্যাসার্ধ হতে পারে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার পর্যন্ত।
মাঝে মাঝে সূর্যের আকর্ষণে এই বিশালাকার চাঙ্গড়গুলি উপবৃত্তাকার পথে সূর্যকে কেন্দ্রীয় করে আবর্তন করতে থাকে।
ঠিক এই সময়ই সূর্যের তাপে ঘনীভূত বরফ গলে তা বাষ্পীভূত হয় এবং তৈরি করে ঝাঁটার মতো লম্বা লেজ, যার বিস্তৃতি হতে পারে কোটি কোটি কিলোমিটার পর্যন্ত।
এরকমই একটি ধূমকেতু সি/২০২০ এফও৩ তীব্র গতিবেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে।
[আরো পড়ুন: কোনো নথি ছাড়াই পাওয়া যাবে অধার কার্ড, জানালো UIDAI]
ধূমকেতুর পোশাকি নাম নিওওয়াইজ। সাধারণত এই ধরনের দৃশ্য দেখার জন্য প্রয়োজন পড়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য।
কাল থেকে সূর্যাস্তের পর টানা ২০ দিন ধরে, ২০ মিনিট ধরে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য।
প্রতিদিন এটি দেখা যাবে উত্তর – পশ্চিম আকাশে।
বিড়লা তারামন্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, গত ২৭ মার্চ ধূমকেতুটি আবিষ্কার হয়েছিল।
এটি সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবীর দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে।
নিওওয়াইস পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে আগামী ২২ জুলাই।
সেদিন ভূপৃষ্ঠ থেকে এর দূরত্ব হবে ১০ কোটি ৩৫ লক্ষ কিলোমিটার।
সূর্যাস্তের পর উত্তর-পশ্চিম দিগন্তের ১০-১৫ ডিগ্রি ওপরে দৃশ্যমান হবে।
এর আগে ১৯৯৭ সালে হেলবোপ ধূমকেতু পশ্চিমবঙ্গ ও কলকাতার আশপাশ থেকে দেখা গিয়েছিল।
এরপরেও কিছু ধূমকেতু এসেছে। তবে দূরবীন ছাড়া সেগুলি দেখা সম্ভব হয়নি।
নিওওয়াইসকে কিন্তু খালি চোখেই দেখা যাবে।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩