Skip to content

CMERI দুর্গাপুরে ৩১টি খালি পদের বিজ্ঞপ্তি প্রকাশ

CSIR -সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট চুক্তিভিত্তিতে প্রজেক্ট অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ ফেলো পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ৩১

কর্মস্থান:– পশ্চিমবঙ্গ, বর্ধমান

আবেদন পদ্ধতি:- walk-in-interview এর মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা- ইঞ্জিনিয়ারিং ডিগ্রী/বিশেষ বিষয়ে স্নাতকোত্তর হওয়া বাঞ্ছনীয়। এ নিয়ে আরো বিশদে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি তে নজর রাখুন।

মাসিক বেতন:- ₹ ২৫,০০০- ৩৫,০০০/-

নির্বাচন পদ্ধতি:- যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে walk-in-interview এর মাধ্যমে।

ইন্টারভিউ হবে ১৬ এবং ১৭ ডিসেম্বর, ২০২০।

সময়:- সকাল ৯:৩০-১১:০০ টা

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, walk-in-interview এ সমস্ত যোগ্য নথিপত্রের সঙ্গে উপস্থিত হতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.cmeri.res.in

ইন্টারভিউ এর স্থান:- CSIR- সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CSIR-CMERI) মহাত্মা গান্ধী এভিনিউ, দুর্গাপুর- ৭১৩২০৯, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।

walk-in-interview এর সূচনা:- ১৬/১২/২০২০
walk-in-interview এর সমাপ্তি:- ১৭/১২/২০২০
সময়:- সকাল ৯:৩০-১১:০০ টা

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) -সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এর অফিশিয়াল ওয়েবসাইটে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন