Skip to content

আংশিক পরিবারের রেশন দোকান বদলানোর আবেদন (ফর্ম ১৩)

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর আপনার আংশিক পরিবারের রেশন কার্ড দোকান বদলানোর আবেদন করার জন্য অনলাইনে ব্যবস্থা করে দিয়েছে।

কোন কারনে আপনার পরিবার আলাদা করলে বা পরিবারের কিছু সদস্য কোনো নতুন ঠিকানায় চলে গেলে আপনি সেই আংশিক পরিবারের রেশন কার্ড বদলানোর আবেদন করতে পারেন।

এর জন্য আপনাকে ফর্ম নাম্বার ১৩ ফিলাপ করে অনলাইনে আবেদন করতে হবে।

আজ এই আর্টিকেলটি মাধ্যমে আপনি জানতে পারবেন অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি এই ফোন নাম্বার ১৩ ফিল আপ করতে পারবেন।

চলুন এই বিষয় গুলি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

আংশিক পরিবারের রেশন দোকানে বদলানোর আবেদন করতে যা ডকুমেন্টস লাগবে

রেশন কার্ড এর ফর্ম নাম্বার ১৩ অনলাইনে জমা করার জন্য আপনার লাগবে,

  1. আধার কার্ড
  2. নতুন ঠিকানার অ্যাড্রেস প্রুফ

আংশিক পরিবারের রেশন দোকানে বদলানোর অনলাইন আবেদন করার পদ্ধতি

অনলাইনে আংশিক পরিবারের রেশন দোকান বদলানো আবেদন করার ধাপগুলি নিচে দেওয়া হলো।

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান

পরিবারের কিছু সদস্যর রেশন দোকান বদলাতে,

  1. প্রথমে যান পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে।
  2. এরপর বাঁদিকে “Ration card” অপশনটিতে ক্লিক করুন।
  3. তারপর ক্লিক করুন “Apply For Change Ration Shop/Kerosene Shop Of Part Family” অপশনটিতে।
  4. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি উপভোগ করার জন্য প্রথমত আপনাকে আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করাতে হবে।

এই লিংকটিতে ক্লিক করুন আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড অনলাইন লিঙ্ক করানোর জন্য

দ্বিতীয় ধাপ: ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন

  1. আপনার রেশন কার্ডের সাথে সংযুক্ত আপনার মোবাইল নম্বর এন্টার করুন।
  2. “Get OTP” বোতামে ক্লিক করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP আসবে।
  3. নির্দিষ্ট ক্ষেত্রে OTP এন্টার করুন এবং “Proceed” বোতামে ক্লিক করুন।
  4. পশ্চিমবঙ্গ অনলাইন রেশন কার্ড পোর্টালের হোম স্ক্রিন আপনার সামনে খুলে যাবে।

যদি আপনার রেশন কার্ড এর সাথে কোন নম্বরটি যোগ করা আছে না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া আর্টিকেল টি পড়তে পারেন।

রেশন কার্ড এর সাথে কোন নম্বর যুক্ত আছে জানার পদ্ধতি জানতে ক্লিক করুন

তৃতীয় ধাপ: ফর্ম ১৩ ফিলাপ করার পদ্ধতি

  1. রেশন কার্ড পোর্টালের হোম স্ক্রিন আপনার সামনে খুলে যাবে।
  2. ফর্ম বিভাগে স্ক্রোল করে যান এবং ফর্ম ১৩ এর নীচে “Apply Now” এ ক্লিক করুন।
  3. আপনার পরিবারের সদস্যদের তালিকা আপনার সামনে খুলে যাবে।
  4. পরিবারের যে যে সদস্যর রেশন দোকান বদলাতে চান তাদের নাম সিলেক্ট করুন।
  5. এখন “Next” বোতামে ক্লিক করুন।
  6. আপনার সামনে একটি নতুন পেজ আসবে।
  7. আপনার আধার কার্ডের বিবরণ পূরণ করতে বলা হবে যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন।
  8. পরবর্তী বিভাগে আপনার নতুন ঠিকানা পূরণ করুন।
  9. এখন এই নতুন পরিবারের প্রধান নির্বাচন করুন।
  10. যোগাযোগের বিবরণ যাচাই করুন।
  11. এর পর চেকবক্সে ক্লিক করুন এবং তারপর “Next” বোতামে ক্লিক করুন।
  12. আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  13. নতুন ঠিকানার বিবরণ লিখে নতুন রেশন দোকান এবং কেরোসিনের দোকান নির্বাচন করুন।
  14. “Supplementary document” বিভাগে নতুন ঠিকানার ঠিকানা প্রমাণ আপলোড করুন।
  15. তার পর “It’s okay” চেকবক্সে ক্লিক করুন।
  16. তার পর “Proceed” বাটনে ক্লিক করুন।
  17. একটি নতুন পেজ খুলে যাবে।

চতুর্থ ধাপ: ফর্ম ১৩ জমা করার পদ্ধতি

  1. নতুন পেজটি খোলার পর, “I Certify” চেকবক্সে ক্লিক করুন এবং তারপর “Get OTP” তে ক্লিক করুন।
  2. এরপর নির্দিষ্ট ক্ষেত্রে OTP লিখুন এবং Submit OTP তে ক্লিক করুন।
  3. এর পর আপনার সামনে একটি সফল বিজ্ঞপ্তি পাবেন যাতে লেখা থাকবে যে আপনার ফর্ম সফলভাবে জমা পরে গেছে।

উপরে দেওয়া পদ্ধতির দ্বারা আপনি ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ও ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আংশিক পরিবারের রেশন দোকান বদলানোর অনলাইনে আবেদন করতে পারবেন।

পুরো পরিবারের রেশন দোকান বদলানোর জন্য আপনি ফর্ম ৬ জমা করতে পারেন

এরপর আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।

লগইন করা ছাড়াও অপর একটি অপশন আছে যার দ্বারা আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাস চেক করতে পারবেন। সেইটি জানার জন্য আপনি নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

এই লিংকটিতে ক্লিক করুন আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন