আপনি যদি আপনার পুরনো বাস স্থান থেকে নতুন বাসস্থান এ গিয়ে থাকেন তবে আপনাকে আপনার রেশনের দোকান পরিবর্তন করতে হতে পারে। সেটি করার জন্য আপনাকে ফর্ম – ৬ ভরতে হবে।
পশ্চিমবঙ্গ সরকার ফর্ম – ৬ ভরার জন্য অর্থাৎ রেশন কার্ডের রেশন দোকান বদলানোর জন্য অনলাইনে অনেক সুবিধা করে দিয়েছে তাদের ওয়েবসাইট দ্বারা।
এই আর্টিকেল এর দ্বারা আপনি জানতে পারবেন ফর্ম কিভাবে ফিলাপ করবেন এবং কিভাবে আপনি আপনার অ্যাড্রেস ও রেশন দোকান অনলাইনে পরিবর্তন করবেন।
রেশন কার্ডে ঠিকানা বা দোকান বদলানোর আবেদন করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে
অনলাইন এ রেশন কার্ড এ আপনার বাসস্থান এর পরিবর্তন করার জন্য আপনার কয়েকটি ডকুমেন্টস লাগবে।
প্রথমত লাগবে রেশন কার্ড নাম্বার অ দ্বিতীয়ত তার লাগবে আপনার নতুন অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল ইত্যাদি।
নিজের রেশন কার্ডে ঠিকানা বা রেশন দোকান বদলানোর আবেদন করার পদ্ধতি
অনলাইনের মাধ্যমে রেশন দোকান বদলানোর আবেদন করার পদ্ধতিটি নিচে দেওয়া রইলো:
প্রথম ধাপ: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

- প্রথমত আপনি ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইট এ যাবেন।
- তারপর আপনি আপনার স্ক্রিনের বাঁদিকে রেশন কার্ড অপশনটিতে ক্লিক করতে পারেন।
- তারপর ‘এপ্লাই অনলাইন’ অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করুন “Apply for Change of Ration Shop (Form-6)” অপশনটি।
- আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
আপনি যদি এই পদ্ধতিটি মোবাইল দ্বারা করে থাকেন তবে প্রথমে সার্ভিসেস এন্ড সিটিজেন কর্নার এ ক্লিক করুন তারপর ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিস এই অপশনটিতে ক্লিক করুন।
তারপর ক্লিক করুন “Apply for Change of Ration Shop” অপশনটিতে। আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি উপভোগ করার জন্য প্রথমত আপনাকে আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করাতে হবে।
এই লিংকটিতে ক্লিক করুন আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড অনলাইন লিঙ্ক করানোর জন্য
দ্বিতীয় ধাপ: আপনি ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন

- আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনার রেশন কার্ডের সাথে লিংক করানো আছে।
- তারপর আপনি ‘গেট ওটিপি’ অপশনটিতে ক্লিক করুন এবং আপনি আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে ওটিপি পাবেন।
- নির্দিষ্ট জায়গায় ওটিপি দিয়ে ‘প্রসিড’ অপশনটিতে ক্লিক করুন।
- পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন রেশন কার্ড পোর্টালটি আপনার স্ক্রিনে খুলে যাবে।
যদি আপনার রেশন কার্ড এর সাথে কোন নম্বরটি যোগ করা আছে না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া আর্টিকেল টি পড়তে পারেন।
রেশন কার্ড এর সাথে কোন নম্বর যুক্ত আছে জানার পদ্ধতি জানতে ক্লিক করুন
তৃতীয় ধাপ: ফর্ম ৬ ফিলাপ করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গ অনলাইন রেশন কার্ড পোর্টালটি আপনার হোমস্ক্রীনে খুলে যাবে।
- সেখান থেকে আপনি আপনার ফর্ম বিভাগটি খুঁজে নিন।
- ফর্ম ৬ নিচে এপ্লাই নাও বোতাম এ ক্লিক করবেন।
- এরপর সেখানে আপনি আপনার নতুন ঠিকানা দিয়ে দেবেন।
- তারপর নতুন রেশন ফেয়ার প্রাইস শপ (FPS)এর ডিটেলস গুলো ভরে দিন।
- তারপর নেক্সট অপশনটিতে ক্লিক করুন।
- আরেকটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে স্ক্রিনের নিচে যান এবং আপনার নতুন ঠিকানার প্রমাণ পত্র আপলোড করে দিন।
- এরপর ‘ইটস ওকে’ চেকবক্সটি পাশে ক্লিক করুন।
- তারপর নেক্সট অপশনটিতে ক্লিক করুন।
চতুর্থ ধাপ: ফর্ম ৬ সাবমিট করার পদ্ধতি

- আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাওয়াতে আপনি ‘আই সার্টিফাই’ চেক বক্স টি তে ক্লিক করবেন এবং তারপরে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করবেন।
- ওটিপি পাওয়ার পর নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন এবং ওটিপি অপশনটিতে ক্লিক করবেন।
- এই পদ্ধতিটি শেষ করার পরে আপনার কাছে একটি সাকসেস নোটিশ আসবে।
- আপনার ফর্মটি সফলভাবে জমা পড়েছে এটাই তার প্রমান হিসেবে থাকবে আপনার কাছে।
উপরে দেওয়া পদ্ধতির দ্বারা আপনি ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ও ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেশন দোকান বদলানোর অনলাইনে আবেদন করতে পারবেন।
এরপর আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।
লগইন করা ছাড়াও অপর একটি অপশন আছে যার দ্বারা আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাস চেক করতে পারবেন। সেইটি জানার জন্য আপনি নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
এই লিংকটিতে ক্লিক করুন আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- গাড়ি বা বাইকের RC (মালিকানা) স্থানান্তরের স্ট্যাটাস চেক করার পদ্ধতি
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) ২০২৩
- কৃষক বন্ধু প্রকল্প (নতুন) পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ২০২৩