আপনি যদি আপনার পুরনো বাসস্থান থেকে নতুন বাসস্থান এ গিয়ে থাকেন তবে আপনাকে আপনার রেশনের দোকান পরিবর্তন করতে হতে পারে। সেটি করার জন্য আপনাকে ফর্ম – ৬ ভরতে হবে।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর, এখন আপনাকে এই ফর্ম 6 পূরণ করা বা আপনার রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন করা অনেক সহজ করে দিয়েছে তাদের ওয়েবসাইট food.wb.gov.in এর মাধ্যমে।
আপনি যদি পশ্চিমবঙ্গের মধ্যে একটি নতুন শহরে স্থানান্তরিত হন বা অন্য কোনো কারণে আপনার রেশনের দোকান পরিবর্তন করতে চান তাহলে আপনি এটি করতে পারেন।
এই আর্টিকেলটিতে আপনি ফর্ম ৬ ফিলাপ ও রেশন দোকান অনলাইনে পরিবর্তন সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,
তাহলে চলুন এই প্রতিটি বিষয় বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।
রেশন দোকান বা FPS পরিবর্তন করার জন্য যা যা ডকুমেন্টস লাগবে
অনলাইন এ রেশন দোকান পরিবর্তন করার জন্য আপনার কয়েকটি ডকুমেন্টস লাগবে।
সেগুলি হলো,
- রেশন কার্ড নম্বর
- নতুন ঠিকানার অ্যাড্রেস প্রুফ (ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, ইত্যাদি)
পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড সুবিধা ব্যবহার করতে, প্রথমে আপনাকে আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে।
আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি জানতে আপনি নীচের আর্টিকেলটি পড়তে পারেন।
আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করার পদক্ষেপগুলি জানতে ক্লিক করুন।
নিজের রেশন কার্ডে ঠিকানা বা রেশন দোকান বদলানোর পদ্ধতি
অনলাইনের মাধ্যমে রেশন দোকান বদলানোর আবেদন করার জন্য,
ধাপ ১: পশ্চিমবঙ্গে রেশন কার্ডের ওয়েবসাইটে যান
- প্রথমে, আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ।
- এরপর, ‘Citizen’s Home’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Ration Card Related Corner’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Services Requiring Office Approval’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Apply Online’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Form 6’ বিকল্পে ক্লিক করুন।
ধাপ ২: রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন
- এরপর, রেশন কার্ড category নির্বাচন করুন।
- এরপর, আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনার রেশন কার্ডের সাথে লিংক করানো আছে।
- তারপর ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করুন। আপনি আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে OTP পাবেন।
- নির্দিষ্ট জায়গায় OTPএন্টার করুন এবং ‘Proceed’ বোতামটিতে ক্লিক করুন।
- পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন রেশন কার্ড পোর্টালটি আপনার স্ক্রিনে খুলে যাবে।
যদি আপনার রেশন কার্ড এর সাথে কোন নম্বরটি যোগ করা আছে না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া আর্টিকেল টি পড়তে পারেন।
রেশন কার্ড এর সাথে কোন নম্বর যুক্ত আছে জানার পদ্ধতি জানতে ক্লিক করুন
ধাপ ৩: ফর্ম ৬ ফিলাপ করার পদ্ধতি
- এখন, স্ক্রল করে ফর্ম বিভাগটি খুঁজে নিন।
- এরপর, “Apply for form 6” বিকল্পের নিচে “Apply now” বোতামে ক্লিক করুন।
- এরপর, আপনার নতুন ঠিকানা এন্টার করে দিন।
- এরপর, নতুন রেশন দোকান (FPS) এর ডিটেলস এন্টার করে দিন।
- এরপর, ‘Next’ বোতামটিতে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে, স্ক্রিনের নিচে স্ক্রল করে যান এবং আপনার নতুন ঠিকানার প্রমাণ পত্র আপলোড করে দিন।
- এরপর “Its Okay” চেকবক্সটির পাশে ক্লিক করুন।
- তারপর ‘Next’ বোতামটিতে ক্লিক করুন।
- আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
ধাপ ৪: ফর্ম ৬ সাবমিট করুন
- এখন, “I Certify” চেকবক্সটিতে ক্লিক করুন এবং তারপরে ‘Get OTP’ বোতামটিতে ক্লিক করুন।
- OTP পাওয়ার পর নির্দিষ্ট জায়গায় সেটি এন্টার করে দিন।
- এরপর, ‘Submit OTP’ বোতামটিতে ক্লিক করুন।
- এই পদ্ধতিটি শেষ করার পরে আপনার কাছে একটি সাকসেস নোটিশ আসবে।
- আপনার ফর্মটি সফলভাবে জমা পড়েছে এটাই তার প্রমান হিসেবে থাকবে আপনার কাছে।
এরপর আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।
লগইন করা ছাড়াও অপর একটি অপশন আছে যার দ্বারা আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাস চেক করতে পারবেন। সেইটি জানার জন্য আপনি নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন।
এই পদক্ষেপগুলি অবলম্বন করে আপনি West Bengal Food and Supplies Department-এর অফিশিয়াল ওয়েবসাইট (food.wb.gov.in) থেকে রেশন দোকান বদলানোর অনলাইনে আবেদন করতে পারেন।
Self Service through Aadhaar ব্যবহার করে রেশন দোকান বদলানোর পদ্ধতি
পশ্চিমবঙ্গে রেশন দোকান বদল করতে,
ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইটে যান
- প্রথমে, আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এ।
- এরপর, ‘Citizen’s Home’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Ration Card Related Corner’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Self Service through Aadhaar’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর, ‘Change Your FPS’ অপশনে ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলে যাবে।
ধাপ ২: রেশন কার্ড নম্বর এন্টার করুন
- এরপর, নির্দিষ্ট ক্ষেত্রে ‘Ration Card Number’ এন্টার করুন।
- এরপর, ‘SEARCH’ বোতামে ক্লিক করুন।
- রেশন কার্ডের বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হবে।
আপনি যদি আপনার রেশন কার্ড নম্বর ভুলে গিয়ে থাকেন, তবে আপনি এটি অনলাইনে অনুসন্ধান করতে পারেন।
অনলাইনে আপনার রেশন কার্ড নম্বর খোঁজার পদ্ধতি জানতে ক্লিক করুন।
ধাপ ৩: OTP ভেরিফাই করুন
- এরপর, consent বাক্সে টিক দিন।
- এরপর, ‘SEND OTP’ বোতামে ক্লিক করুন।
- নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। এটি নির্দিষ্ট ক্ষেত্রে এন্টার করুন।
- এরপর, ‘Submit OTP’ বোতামে ক্লিক করুন।
- পরিবারের সবার রেশন কার্ডের তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।
ধাপ ৪: রেশনের দোকান বা FPS পরিবর্তন করুন
- পরিবারের RC এবং FPS বিবরণ স্ক্রিনে চলে আসবে।
- এরপর, ঠিকানা আপডেট করতে প্রয়োজনীয় বিবরণ এন্টার করুন এবং নির্বাচন করুন।
- এরপর, নির্দিষ্ট ক্ষেত্রে ‘Full Address’ এন্টার করুন।
- এরপর, নির্দিষ্ট ক্ষেত্র থেকে ‘FPS’ নির্বাচন করুন।
- এরপর, ‘Next’ বোতামে ক্লিক করুন।
- এরপর, ‘All Ration Card of the Family will shift to the new FPS’ বাক্সে টিক দিন।
- এরপর, ‘Submit’ বোতামে ক্লিক করুন।
- FPS changed successfully বার্তাটি স্ক্রিনে প্রদর্শিত হবে।
এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি পশ্চিমবঙ্গ রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইটের ‘Self Service through Aadhaar’ বিকল্পটি ব্যবহার করে সহজেই আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করতে পারেন।
আরো রেশন কার্ড সংক্রান্ত তথ্য
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) 2024
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- খাদ্য সাথী আমার রেশন মোবাইল অ্যাপ – কীভাবে ব্যবহার করবেন
- পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন ও রেশন কার্ড হোয়াটসঅ্যাপ নম্বর
- নাম বা মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি জেনে নিন
- পশ্চিমবঙ্গে e-Ration কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা জেনে নিন