দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণের আশঙ্কায় মার্চের মধ্যভাগে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত স্কুল, কলেজ।
এরপরে সকল স্কুল, কলেজ গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলছে।
তবে, কবে খুলবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তার আভাস দিল কেন্দ্রীয় সরকার।
আগস্ট, নাকি সেপ্টেম্বর কবে খুলবে স্কুল, কলেজ?
মার্চের মধ্যভাগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর, অনলাইন ক্লাস শুরু হয়।
কিন্তু, পরীক্ষা নেওয়ার ব্যাপারে নানা সমস্যা দেখা দিয়েছে
তবে, কেন্দ্র সম্পূর্ণ ভাবে অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিয়েছে। স্কুল শুরু হলে, তারা ছাত্র ছাত্রীদের সুরক্ষার কি ব্যাবস্থা চাইছেন তার ওপর জোর দেওয়া হয়েছে।
[আরো পড়ুন: এবার থেকে ট্যাক্সিতে উঠলেই গুনতে হবে অতিরিক্ত ভাড়া ]
এই নিয়ে একটি সার্কুলার ও বের করেছেন তারা।

এরপরে, সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে সার্কুলার পাঠিয়েছে কেন্দ্র।
কিন্তু এই সার্কুলার ঘিরে উঠে আসছে নানা প্রশ্ন। সেপ্টেম্বর নাকি আগস্ট, কবে খুলছে স্কুল? স্কুল খুললেও সঠিক সুরক্ষা ব্যাবস্থা বজায় রাখা যাবে তো?
অভিভাবকরা কি তাদের সন্তানদের স্কুলে পাঠাতে রাজি হবেন? উঠে আসছে এই ধরনের প্রশ্ন।
বিশেষজ্ঞদের মতে, আগস্ট, সেপ্টেম্বরে গোটা দেশে বাড়তে পারে করোনার সংক্রমণ।
তাপমাত্রা কিছুটা কম থাকার জন্য করোনার প্রকোপ বাড়ার প্রভূত সম্ভবনা আছে।
এর থেকেই পরবর্তীকালে বাড়তে পারে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা।
তাই, স্কুল কবে খুলছে এই নিয়ে জলঘোলা হচ্ছে।
নিশ্চিত ভাবে এখনই কিছু বলা যাচ্ছে না স্কুল খোলার ব্যাপারে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)