Skip to content

বেনাচিতি সবজি ও ফলের বাজার অস্থায়ী ভাবে স্থানান্তর করা হচ্ছে

দুর্গাপুর: দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এদিকে একাধিক গাইডলাইন দেওয়া সত্বেও বাজারে ভিড় কমার নাম নেই।

বাজারের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন বাজারে।

এই ভিড় কমাতেই দুর্গাপুরের বেনাচিতি বাজারের ফল সবজি ও মাছের বাজার একটি নতুন জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রবিবার থেকে দেশবন্ধু নগর এর একটি ফাঁকা মাঠে এই বাজার গুলি বসবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।

বাজারের সময়সীমা আগে যা ছিল তাই থাকবে অর্থাৎ সকাল সাতটা থেকে দশটা অব্দি।

শনিবার প্রশাসনের তরফ থেকে বেনাচিতি বাজারে ভিড় কমাতে ও কালোবাজারি রুখতে অভিযান চালানো হয়।

এই অভিযানের পরেই অস্থায়ীভাবে বেনাচিতি সবজি ফল মাছের বাজার দেশবন্ধু নগরের এই মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে বাজারে ভিড় কিছুটা হলেও কমবে বলে আশা করছেন তারা।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন