দুর্গাপুর: দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এদিকে একাধিক গাইডলাইন দেওয়া সত্বেও বাজারে ভিড় কমার নাম নেই।
বাজারের সময়সীমা কমিয়ে দেওয়ার ফলে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন বাজারে।
এই ভিড় কমাতেই দুর্গাপুরের বেনাচিতি বাজারের ফল সবজি ও মাছের বাজার একটি নতুন জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
রবিবার থেকে দেশবন্ধু নগর এর একটি ফাঁকা মাঠে এই বাজার গুলি বসবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
বাজারের সময়সীমা আগে যা ছিল তাই থাকবে অর্থাৎ সকাল সাতটা থেকে দশটা অব্দি।
শনিবার প্রশাসনের তরফ থেকে বেনাচিতি বাজারে ভিড় কমাতে ও কালোবাজারি রুখতে অভিযান চালানো হয়।
এই অভিযানের পরেই অস্থায়ীভাবে বেনাচিতি সবজি ফল মাছের বাজার দেশবন্ধু নগরের এই মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে বাজারে ভিড় কিছুটা হলেও কমবে বলে আশা করছেন তারা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩