Skip to content

৬০ প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ ভারত ইলেক্ট্রনিক্স ইন্ডিয়া লিমিটেডের (BEL)- নূন্যতম যোগ্যতা: B.E/B.Tech./B.Sc.

ভারত ইন্ডিয়া লিমিটেড (BEL) প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

পদ সংখ্যা:- ৬০

কর্মস্থান:- সর্ব ভারত

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের ওপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-

চার বছরের B.E/B.Tech. অথবা B.Sc. ডিগ্রী কোনো ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে।

ডিগ্রী থাকতে হবে ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন/টেলি কমিউনিকেশন/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/মেডিক্যাল ইলেকট্রনিক্স অথবা মেডিকেল ইন্সট্রুমেন্ট এ।

যে কোন বিভাগে ন্যূনতম ফার্স্ট ক্লাস প্রয়োজন।

সর্বোচ্চ বয়সসীমা:- আবেদনকারীর সর্বোচ্চ বয়স সীমা হতে হবে ২৮ বছর।
SC এবং ST দেড় বয়সী মার উপর পাঁচ বছরের ছাড়।

OBC দুর্বল সীমার উপর তিন বছরের ছাড়। PWD দের জন্য ন্যূনতম ১০ বছরের ছাড়।

মাসিক বেতন:-

প্রথম বছর:- ৩৫,০০০/-
দ্বিতীয় বছর:- ৪০,০০০/-
তৃতীয় বছর:- ৪৫,০০০/-
চতুর্থ বছর:- ৫০,০০০/-

নির্বাচন পদ্ধতি:-

যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।

আবেদন পদ্ধতি:-

ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট:- www.bel-india.in.

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে।

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইন আবেদনের সমাপ্তি:- ২৬/০৮/২০২০

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ভারত ইন্ডিয়া লিমিটেডের (BEL) অফিশিয়াল ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি

আবেদন করুন

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন