Skip to content

কিছু দিনের মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, সতর্কতা জারি NASA র

২০২০ তে একের পর এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে চলেছে।কিছুদিন আগে থেকেই দেখা মিলছে ধূমকেতু নিওওয়াইজের।

এরকম অত্যাশ্চর্য মহাজাগতিক ঘটনায় চমকিত বিজ্ঞানীরা।

এবার একটি বড়ো বিপদের আশঙ্কায় মহাকাশ বিজ্ঞানীরা।

এক বিশালাকৃতির গ্রহাণু দ্রুত গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে, এমনই সতর্কতা জারি করল NASA।

মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা এই মস্ত গ্রহাণুর নাম রেখেছেন ‘২০২০ এন ডি’।

গ্রহানুটির ব্যাস প্রায় ১৭০ মিটারের কাছাকাছি। বিজ্ঞানীরা এই বিশালাকার গ্রহাণুর তুলনা করেছেন বহুল পরিচিত লন্ডন আই এর সঙ্গে।

এই গ্রহাণুর আকার লন্ডন আই এর প্রায় দেড়গুণ।

আগামী ২৪ জুলাই এই গ্রহাণু পৃথিবীর প্রায় ০.০৪৩ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বের মধ্যে চলে আসতে পারে।

উল্লেখ্য, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে বোঝানো হয়, পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে। অর্থাৎ, ১ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হল প্রায় ১৪৯,৫৯৮,০০০ কিলোমিটার।

যেহেতু, পৃথিবীর খুব কাছাকাছি চলে আসতে পারে এই গ্রহাণু, তাই এটিকে ‘ঝুঁকিপূর্ণ গ্রহাণু’ এর আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।

আর মাত্র হতে কিছুদিন সময়, তার মধ্যেই পৃথিবীর একেবারে কাছাকাছি এসে পড়তে চলেছে ওই গ্রহাণু।

তাই আগে ভাগই সতর্কবার্তা দিলেন NASA এর বিজ্ঞানীরা।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন