পশ্চিম বর্ধমান: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চালু হতে চলেছে লোকাল ট্রেন, আসানসোল ডিভিশনে।
আসানসোল ডিভিসিন এর বিভিন্ন রুটে চলবে এই ট্রেন গুলি।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, আপাতত ২২ টি ট্রেন চলার কথা ঘোষণা হয়েছে।
২রা নিভেম্বর থেকে পশ্চিমবঙ্গে মোট ২৭ জোড়া নতুন ট্রেন চালানোর কথা টুইট করে জানিয়েছেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল।
আসানসোল ও বর্ধমান এর মধ্যে ৪ জোড়া ট্রেন চলবে বলে জানা গেছে।
বর্ধমান থেকে ছাড়বে সকাল ৬:২০ ও ৯:৫০ এ, ও বিকেল ৪:০৫ ও ৫:২৫ এ।
আসানসোল – বর্ধমান লোকাল ট্রেন টাইম টেবিল :

এছাড়াও আসানসোল ও অন্ডাল থেকে বিভিন্ন রুটেও ট্রেন চলবে বলে জানা গেছে।
১লা ডিসেম্বর থেকে হাওড়া ধানবাদ রুটে স্পেশাল ট্রেন চালানোর কথা আগেই ঘোষণা করা হয়েছে।
লোকাল ট্রেন চালু হলে নিত্য যাত্রীদের যাতায়াত এর চাপ একটু কমবে বলে আসা করা যাচ্ছে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন