Skip to content

করোনাই আক্রান্ত অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন

এই মূহুর্তের সব থেকে বড় খবর, করোনা আক্রান্ত বলিউডের উজ্জ্বল নক্ষত্র প্রবীণ অমিতাভ বচ্চন।

মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

নিজেই টুইট করে ভক্তদের এই কথা জানিয়েছেন বিগ বি।

তিনি টুইটে নিজেই লেখেন তার করোনা উপসর্গ দেখা দিতেই করোনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার ফলে দেখা গেছে যে তিনি করোনা পজিটিভ।

এর পরেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন তিনি।

টুইটে তিনি এও জানিয়েছেন যে তার পরিবারের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে।

তার ছেলে অভিষেক বচ্চন এর ও পজিটিভ রিপোর্ট এসেছে। এই কথা tweet করেন অভিষেক বচ্চন নিজেই।

এই মুহূর্তে বাকিদের করোনা পরীক্ষার ফল না মিললেও, ফলের জন্য অপেক্ষায় আছেন তারা।

বিগ বি টুইটে এ কথাও লিখেছেন যে, তারা তার সংস্পর্শে বিগত ১০ দিন ছিলেন বা তার সাথে গত ১০ দিন কাজ করেছেন, তারা অবশ্যই যেন করোনা পরীক্ষা করান।

শনিবার রাত ১০ টা বেজে ৫২ মিনিটে তিনি এই টুইট করেন।

বিগ বি এর এই টুইট দেখে গুঞ্জন পরে যায় বলিউড সহ ভক্তমহলে।

টুইট করে তার স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

কিছু দিনের মধ্যেই “কৌন বনেগা কড়োরপতি” র ১২ তম সিজনের শুটিং শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু বিগ বি এর অসুস্থতার জন্য আপাতত এই শুটিং স্থগিত থাকতে পারে বলে জানা গেছে।

ইতিমধ্যেই বলিউডের নামী দামী তারকারা তার দ্রুত আরোগ্য কামনার কথা জানিয়ে টুইট করেছেন।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন