Skip to content

মোট ৫০৫ টি শূন্যপদে টেকনিক্যাল এবং ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ IOCL এর

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)টেকনিক্যাল এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

কর্মস্থান:– সমগ্র ভারতের বিভিন্ন শহর

মোট পদ সংখ্যা:- ৫০৫

  • টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস:- ২৫৮ পদ
  • ট্রেড অ্যাপ্রেন্টিস:-২০০ পদ
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাকাউন্টেন্ট):- ২১ পদ
  • ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর:- ০৭ পদ
  • ট্রেড অ্যাপ্রেন্টিস DEO:- ০৭ পদ
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস এসোসিয়েট):- ০৬ পদ
  • ট্রেড অ্যাপ্রেন্টিস (রিটেল সেলস এসোসিয়েট) স্কিল সার্টিফিকেট হোল্ডার:- ০৬ পদ

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:– আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম স্বীকৃত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা অথবা ITI ডিগ্রী অর্জন করতে হবে।

বয়স সীমা:-

  • জেনারেল:- ১৮-২৪ বছর
  • OBC:- ১৮-২৭ বছর
  • SC/ST:- ১৮-২৯ বছর

নির্বাচন পদ্ধতি:- আবেদনকারীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সঠিক স্থান, তারিখ, সময় ইত্যাদি জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনকারীদের (জেনারেল/OBC) অ্যাপ্লিকেশন ফি বাবদ ₹১০০০ এবং SC/ST দের অ্যাপ্লিকেশন ফি বাবদ ₹৭০০ জমা দিতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://iocl.com/

অনলাইন আবেদন এর সূচনা:- ২৮/০১/২০২১

অনলাইন আবেদন এর সমাপ্তি:২৬/০২/২০২১

অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ:০১/০৩/২০২১

পরীক্ষার তারিখ:- ১৪/০৩/২০২১

রেজাল্টের তারিখ:- ২৫/০৩/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -এর অফিশিয়াল ওয়েবসাইটে।


চাকরির আরো আপডেট পেতে আমাদের WhatApp Telegram Group Join করুন

আরো লেটেস্ট খবর পড়ুন


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

Tags: