Skip to content

১২, ITI, ডিপ্লোমা পাস এর বিভিন্ন পদে কর্মী নিয়োগ অয়েল ইন্ডিয়া লিমিটেডের

অয়েল ইন্ডিয়া লিমিটেড মোট ১০ টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট অপারেটর, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-I, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ১০

অ্যাসিস্ট্যান্ট অপারেটর (ফিটার):- ০১ পদ

অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান:- ০২ পদ

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-I :- ০৪ পদ

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট:- ০১ পদ

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল):- ০১ পদ

টেকনিশিয়ান (কেমিকাল ল্যাবরেটরি):- ০১ পদ

কর্মস্থান:- রাজস্থান, যোধপুর

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের পদ অনুসারে ন্যূনতম দশম এবং দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ অথবা স্নাতকোত্তর হতে হবে অথবা মাস্টার্স ডিগ্রী থাকতে হবে অথবা, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রী থাকা প্রয়োজন। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া বিজ্ঞাপন দেখুন।

বয়স সীমা:- ১৮-৩০ বছর (২০/০১/২০২০ অনুসারে)

মাসিক বেতন:- ₹১৩,৫০০-₹৩৮,০০০/-

নির্বাচন পদ্ধতি:- যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সঠিক তারিখ, স্থান এবং সময় যোগ্য আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে, অথবা সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে সঠিক নথিপত্রসহ আবেদন করতে পারেন।

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ₹২০০/-দিতে হবে (SC/ST/PWD অন্তর্ভুক্ত আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না)

অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.oil-india.co

অনলাইন আবেদনের সূচনা:- ২১/১২/২০২০

অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ২০/০১/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন অয়েল ইন্ডিয়া লিমিটেড -এর অফিশিয়াল ওয়েবসাইটে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন